জাঁকিয়ে শীতের (Weather Update) সম্ভাবনা আর নেই বটে, তবে বেশ কয়েকদিন পর তাপমাত্রা কমার কারণে হাড় কেঁপে গিয়েছে শহরের। এই আমেজ বাড়বে সপ্তাহের শেষে।
আল্টিমার কর্ণধার আবহাওয়া বিশেষজ্ঞ (Weather Update) রবীন্দ্র গোয়েনকা (Rabindra Goenka) জানিয়েছেন, আগামীকাল তাপমাত্রা আগামী ২ দিনের জন্য আরও কমতে পারে বলে আশা করা হচ্ছে।
👉 সর্বোচ্চ/মিনিট(°সে): ২৩-২৫/১৩-১৫
👉বৃষ্টি: শূন্য
👉মেঘলা: ঝাপসা
👉 বাতাসের গতি: মাঝারি থেকে উচ্চ
👉 বায়ু : উত্তর দিকে / পশ্চিম দিকে
👉 বজ্রপাত: কম
👉উষ্ণ: কম
👉 আর্দ্র: কম
👉 আরাম: ভালো
তবে, শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রী সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ২ ডিগ্রী কম। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.১ ডিগ্রী সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। হাওয়া অফিস (Weather Update) সূত্রে খবর, সোমবার থেকে ফের বাড়বে তাপমাত্রা।
আরও পড়ুন:Recipe: স্বাদ বদলাতে বাড়িতে বানিয়ে নিন দুর্দান্ত ছানার ডাল