আগামী ৮ ফেব্রুয়ারি রাজ্য বাজেট (West Bengal Budget)। লোকসভা নির্বাচনের আগে শেষ বাজেট। ক্ষমতায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) একের পর এক প্রকল্প চালু করেছেন। ‘লক্ষ্মীর ভাণ্ডার’, ‘সবুজ সাথী’, ‘স্বাস্থ্যসাথী’, ‘কন্যাশ্রী’, ‘যুবশ্রী’, ‘বিধবা ভাতা’র মত প্রকল্প চালু রয়েছে। মহিলা ও পড়ুয়া, প্রবীণ- সকলকেই গুরুত্ব দেওয়া হয়েছে প্রকল্পের অধীনে। ‘স্বাস্থ্যসাথী’র (Swasthyasathi) মাধ্যমে চিকিত্‍সা ক্ষেত্রেও উন্নয়ন আনার লক্ষ্যে তৃণমূল সরকার। বিরোধী দলগুলি নানারকম কটাক্ষ করলেও রাজ্যের বহু বাসিন্দা সুবিধা পাচ্ছে।

কেন্দ্রীয় বঞ্চনার তোপ, লোকসভার আগে শেষ বাজেটে কী চমক আনবে রাজ্য?

রাজনৈতিক মহলের মতে, আগের বাজেটগুলিতে প্রকল্পের জন্য বরাদ্দ বাড়িয়েছিল সরকার। এবারেও সেই বরাদ্দের পরিমাণ আরও বাড়ানো হতে পারে। যেহেতু লোকসভা নির্বাচনের কয়েক মাস আগে বাজেট (WB State Budget 2023) পেশ করা হবে, তাই ভোটকে পাখির চোখ করে সাধারণ মানুষের মন জয় করতে কিছু চমক আনতে পারে রাজ্য।

 

আরো দেখুন:Ranveer Singh: ‘অ্যানিম্যাল’ দেখার পর রণবীর সিংহ ফোন করে কি বলেছিলেন ছবির পরিচালককে?