ক্যান্সার দিবসকে সামনে রেখে,বি.এন.জি হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের (BNG Hotel Management Institute) পক্ষ থেকে রক্তদান শিবির (Blood Donation Camp)।ইনস্টিটিউটের সকল পড়ুয়াদের পাশাপাশি রক্তদান করলেন এই ইনস্টিটিউটের পিন্সিপাল এবং চেয়ারম্যান বুধাদিত্য পালের (Budhaditya Paul) সঙ্গে অন্যান্য শিক্ষকরাও।
মূলত,বি.এন.জি হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের পক্ষ থেকে সারাবছরই সামাজিক নানান কর্মসূচি পালন করা হয়।ঠিক তেমনি রাজ্য জুড়ে রক্তের সংকট মেটাতে,ক্যান্সার দিবসকে সামনে রেখে,রবিবার অর্থাৎ ৪ ঠা ফেব্রুয়ারি প্রতিবছরের ন্যায় এবছরও রক্তদান শিবিরের (Blood Donation Camp) আয়োজন করা হয়।
আর এদিনের মহতী কর্মসূচিকে সাফল্যমন্ডিত করতে উপস্থিত ছিলেন,রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি (Taposh Chatterjee)।এদিন বিধায়ক ইনস্টিটিউট ঢোকার আগেই বিধায়ককে বরণ করে নেয় এই ইনস্টিটিউটের পড়ুয়ারা।এরপর বিধায়ক এবং এই ইনস্টিটিউটের পিন্সিপাল এবং চেয়ারম্যান বুধাদিত্য পালের (Budhaditya Paul) হাত দিয়ে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানের সুভারম্ভ করা হয় এদিন।এছাড়াও যেসকল পড়ুয়ারা এদিন রক্তদান করেছেন তাদের হাতে সার্টিফিকেট তুলে দেন এদিন বিধায়ক।
এদিন এই ইনস্টিটিউটের পিন্সিপাল এবং চেয়ারম্যান বুধাদিত্য পাল (Budhaditya Paul) বলেন,- গত ১৭ বছর ধরে এমন মহতী কর্মসূচি পালন করা হচ্ছে।সমাজের প্রতি একটা দায়বদ্ধতা আছে,সেইটা যাতে গড়ে ওঠে তার জন্যই এই উদ্যোগ বলে জানান তিনি।অন্যদিকে সংবাদমাধ্যমের সম্মুখীন হয়ে এই ইনস্টিটিউটের ভুয়সী প্রশংসা করেন বিধায়ক তাপস চ্যাটার্জি (Taposh Chatterjee)।
আরো দেখুন:Suman Ghosh: এবার বিদেশের মাটিতে কাবুলিওয়ালার জয়জয়কার, কি বলছেন ছবির পরিচালক?