বড়দিনে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে পরিচালক সুমন ঘোষের (Suman Ghosh) ছবি ‘কাবুলিওয়ালা’। ছবিতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী ও অনুমেঘা। বাংলায় তো কাবুলিওয়ালাকে সবাই ভালোবেসেছে, এবার তার জনপ্রিয়তা পৌঁছে গেলো দেশ বিদেশে। ২ ফেব্রুয়ারি আমেরিকায় মুক্তি পেয়েছে ‘কাবুলিওয়ালা’। সান ফ্রান্সিসকো, টেক্সাস, লস অ্যাঞ্জেলস, ফ্লোরিডা, মিশিগান-সহ আমেরিকার বেশ কয়েকটি প্রদেশের প্রেক্ষাগৃহে ‘কাবুলিওয়ালা’ দেখানো হচ্ছে। কাবুলিওয়ালা দেখে মুগ্ধ সকলে।
কতটা খুশি পরিচালক? সুমনের (Suman Ghosh) কথায়, ‘‘অনেক দিন ধরেই ভাবতাম সান ফ্রান্সিসকো বা লস অ্যাঞ্জেলস ছাড়া বাংলা ছবি আমেরিকার অন্য কোনও প্রদেশে কেন মুক্তি পায় না। তবে আমার ভাল লাগছে যে, ‘কাবুলিওয়ালা’ আমেরিকার প্রায় প্রতিটি জায়গায় দেখানো হচ্ছে। অন্য হলিউড ছবির মতো আমেরিকায় মুক্তি পেয়েছে এই সিনেমা। ধন্যবাদ ‘এসভিএফ’কে।’’
আরো পড়ুন:Jasmin Roy: প্রেম করছেন জ্যাসমিন, সত্যিই কি তাই? কি বললেন জ্যাসমিন?
Image source-Google