শীতের আমেজে বৃষ্টি ভ্রুকুটি?আবারও কি বাড়বে তাপমাত্রা?শীতের বিদায়?নাকি ঝাঁপিয়ে বৃষ্টি?কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর?

হাড় কাঁপানো শীত না পড়লেও শীতের আমেজ দক্ষিণবঙ্গে। তবে আবহাওয়ার মুডের কোনো ঠিক নেই। এই ভালো তো এই খারাপ। আপাতত ভেজা স্যাঁতস্যাতে পরিবেশ থেকে রেহাই পেয়েছে সাধারণ মানুষ। তবে এরই মধ্যে ফের একবার বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়ে দিল আবহাওয়া দপ্তর।

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, ফেব্রুয়ারি মাসের প্রথম দিন থেকে রাজ্যে বৃষ্টিপাত শুরু হতে পারে। সেই সঙ্গে বাড়তে পারে তাপমাত্রা। বুধবার অর্থাত্‍ ৩১ জানুয়ারি থেকে আবার মেঘ জমবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশে।নতুন সপ্তাহের শুরু থেকেই দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। ফলে শীতের আমেজ থাকলেও জাঁকিয়ে শীতের সম্ভাবনা আর নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

আরো জানা গিয়েছে, পূবালী হাওয়ার প্রভাবে বুধ ও বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে।

 

 

আরো দেখুন:Belgharia:ডিজাইনারের বাড়িতে দুঃসাহসিক চুরি!চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বেলঘরিয়ায়