‘নতুন আইন তুলতে হবে’ নয়া নিয়ম জারি নিয়ে বিক্ষোভ চালকদের!কেন্দ্রীয় সরকারের নতুন জাতীয় পরিবহন নীতির প্রতিবাদে জেলা জুড়ে বিক্ষোভ চলছে গাড়ির চালকদের। বিভিন্ন জায়গায় গাড়ি বন্ধ রেখেছে চালকেরা। সোমবার সকালে মালদার হরিশ্চন্দ্রপুর থানার রাড়িয়ালে চাঁচলগামী ৩১ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান গাড়ির চালকেরা। অবরোধ তুলতে ঘটনাস্থলে পৌঁছায় হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশবাহিনী। পরবর্তীতে পুলিশের আশ্বাসে উঠে যায় অবরোধ।

পাশাপাশি সামসি ৮১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। সমস্ত যাত্রীবাহী পরিবহন ব্যবস্থা বন্ধ করে বিক্ষোভ মিছিলে সামিল হন এলাকার সমস্ত গাড়ি চালকরা। কিন্তু এই নতুন আইন বাতিল না হলে গাড়ির চালকদের কর্মবিরতি উঠবে না বলেও দাবি করেছেন চালকেরা। চালকদের অভিযোগ, আগের আইন অনুযায়ী কোন দুর্ঘটনা হলে তাদের বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় মামলা হত। কিন্তু নতুন আইন অনুযায়ী ১০ বছরের জেল এবং ৭ লক্ষ টাকা জরিমানা দিতে হবে। যেটা কোন গাড়ির চালকের পক্ষে সম্ভব নয়।তাই এই আইন বাতিল না করলে তারা গাড়ি চালাবে না বলেই হুঁশিয়ারি দেন এদিন।

 

 

আরো দেখুন:বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় শিশুদের আপ্যায়নে মোহিত রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি