গাঙ্গুলী পরিবারের এখন তিনজন সদস্যই ছবির জগতের সাথে যুক্ত। কৌশিক ও চূর্ণী গাঙ্গুলীর ছেলে উজান এখন তাদের টিমেই যুক্ত হয়েছে। বর্তমানে গঙ্গোপাধ্যায় পরিবারের তিন সদস্য এক নতুন উদ্যোগ নিয়েছেন, যাকে তাঁরা বলছেন ‘রাইটার্স ব্যাঙ্ক’। পোশাকি নাম ‘দ্য স্ক্রিনপ্লেয়ার্স’।

এই প্রসঙ্গে আরো পরিষ্কার করে কৌশিক (Kaushik Ganguly) বললেন, ‘‘আমি বিশ্বাস করি, আমাদের বাংলায় ভাল চিত্রনাট্যকারের অভাব রয়েছে। পাশাপাশি রয়েছে মৌলিক চিত্রনাট্যের অভাবও। তাই আমরা ভাল গল্পের ভান্ডার তৈরি করতে চাইছি।’’

কৌশিকের কথায়, ‘‘আমরা একসঙ্গে চিত্রনাট্যকে ঘষামাজা করে তৈরি করব। বাইরে থেকে কোনও পরিচালক বা প্রযোজক এসেও আমাদের থেকে গল্প নিতে পারেন।’’

ভাবনার সূত্রপাত প্রসঙ্গে কৌশিক (Kaushik Ganguly) বললেন, ‘‘এটা কিন্তু ওই দোকান খুললাম, এ বার সবাই এসে এখান থেকে কনটেন্ট নেবেন, সে রকম নয়। আমরা তিন জনেই সাহিত্যের ছাত্র। দেখেছি, বাড়িতে তিন জন বসলে বিভিন্ন ভাবনার আদানপ্রদান হয়। সেটাকেই আমরা নিয়ম মেনে লিপিবদ্ধ করে রাখতে চাইছি।’’

ছেলের লেখালেখি প্রসঙ্গে কৌশিক বললেন, ‘‘উজান খুব ভাল লেখে। ভবিষ্যতে হয়তো পরিচালনাও করবে। আমরা এখন থেকেই তিন জনে মিলে ভাল কনটেন্ট তৈরির উপর জোর দিতে চাইছি।’’

আরও পড়ুন:Shruti Das: শিবপ্রসাদ-নন্দিতার হাত ধরে বড় পর্দায় ডেবিউ করতে চলেছেন শ্রুতি

Image source-Google

By Torsha