ফুলের শহর ক্ষীরাইতে আসার মূল রাস্তার দশা বেহাল!অভিযোগ জানালেও কোনো ভ্রুক্ষেপ নেই প্রশাসনের!জরাজীর্ণ রাস্তা দেখে ক্ষোভ প্রকাশ পর্যটকদের!

পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার ফুলের শহর ক্ষিরাই মানেই পর্যটকদের ভিড়। সকলের মুখে মুখে পরিচিত ‘ফুলের শহর’ নামে। কিন্তু সেই ফুলের শহরে আসতে গেলেই কিনা অবস্থা খারাপ হয়ে যায় জনসাধারণের! হ্যাঁ, এই সুন্দর শহরে প্রবেশের যে পথ তার অবস্থা রীতিমত কঙ্কাল সার। দীর্ঘ চার বছর ধরে বেহাল হয়ে রয়েছে এই রাস্তা। এদিন রাস্তার চেহারা নিয়ে অসন্তোষ প্রকাশ করতে দেখা গেল পর্যটকদের।

আসানসোল, দুর্গাপুর, কলকাতা, জয়নগর-সহ বিভিন্ন জেলা ও ভিন রাজ্য থেকে বহু পর্যটকরা এই শীতকালে ফুলের শহরে আসতে শুরু করেছেন। এই শহরে আসতে গেলে একটাই রাস্তা, আর সেই রাস্তার প্রায় দু কিলোমিটার রাস্তা বেহাল অবস্থা হয়ে রয়েছে। কিন্তু রাস্তা সম্প্রসারণের কোনো উদ্যোগ নেই প্রশাসনের। স্থানীয়দের দাবি, এই রাস্তা দিয়ে আসতে গেলে বিশেষত বাইক ও সাইকেল আরোহীদের বিপদের সম্মুখীন হতে হয়। এমনকি, চারচাকা নিয়েও অতি কষ্টে ফুলের শহরে আসতে হচ্ছে বলেও জানান পর্যটকরা।

 

আরো দেখুন:Jhunku Mondal:গোবর্ধন প্লেয়িং গ্রাউন্ড তথা ওয়ার্ড অফিসের সন্নিকটে অষ্টম পর্যায়ের দুয়ারে সরকার শিবির