গত ১লা ডিসেম্বর মুক্তি পেয়েছে “অ্যানিমাল”। আর সেখানে রনবীর কাপুর ও রশ্মিকা মন্দানা প্রধান চরিত্রে অভিনয় করলেও অনেক বেশি চোখ টেনেছে তৃপ্তি ডিমরি (Tripti Dimri)। এর আগে ‘লয়লা মজনু’, ‘বুলবুল’, ‘কলা’-র মতো ছবিতে কাজ করেছেন তৃপ্তি। কিন্তু এই সিনেমায় অভিনয় করে তৃপ্তি পেয়েছে ব্যাপক সাফল্য।

তবে ছবির প্রযোজক প্রণয় রেড্ডি বঙ্গার গলায় অন্য সুর। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রণয় জানান, তৃপ্তিকে (Tripti Dimri) নিয়ে যে মাতামাতি হচ্ছে তা মোটেই ঠিক নয়। এর থেকে অনেক বেশি বাহবা পাওয়া উচিৎ আরও রশ্মিকার।

প্রণয়ের কথায়, ‘‘গীতাঞ্জলি অত্যন্ত বলিষ্ঠ একটা চরিত্র। সমালোচকেরা, বিশেষত নারীবাদীদের যদিও ওই চরিত্র নিয়ে অনেক সমস্যা আছে। রশ্মিকা ওই চরিত্রে খুব ভাল কাজ করেছেন। রণবীর এখন দেশের সেরা তিন অভিনেতাদের মধ্যে এক জন। তাঁর মতো অভিনেতার পাশে দাঁড়িয়ে পাল্লা দিয়ে কাজ করেছেন রশ্মিকা। কিন্তু মুম্বইয়ে কেউ তাঁকে নিয়ে কথা বলছেন না। সবাই তৃপ্তিকে নিয়ে ব্যস্ত। হয়তো প্রচারমূলক সংস্থাগুলোর কাজই এটা। তৃপ্তি ভাল কাজ করেছেন। তবে রশ্মিকার এর থেকে অনেক বেশি প্রশংসা প্রাপ্য।’’

আরো পড়ুন:২০ কেজি কেক কেটে ১২ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে পালন হলো যিশু খ্রিস্টের জন্মদিন

Image source-Google

By Torsha