বর্তমানে নিজের মনের ভাব প্রায়ই সোস্যাল মিডিয়ায় তুলে ধরেন টলিউডের নায়ক অঙ্কুশ হাজরা (Ankush Hazra)। তাতে কখনো তিনি হাসির খোরাক হন আবার কখনো বাহবা পান। তবে এবার তিনি বাংলা ও দক্ষিণের ফিল্ম ইন্ডাস্ট্রির পার্থক্য নিয়ে কথা বললেন।
অঙ্কুশ (Ankush Hazra) এদিন লেখেন, ‘বাংলা এবং দক্ষিণের ইন্ডাস্ট্রির মধ্যে ফারাক হল বাংলা ইন্ডাস্ট্রিতে তারকারা এবং চলচ্চিত্র নির্মাতারা অন্য ভাষার ছবির সঙ্গে লড়াই করে নিজেদের জায়গা এবং সম্মান অর্জন করেন। অন্যদিকে দক্ষিণের ইন্ডাস্ট্রিতে এই একই কাজ ভালোবেসে ভক্তরা করে দেন।’
পোষ্টের তলায় কেউ লেখেন, ‘একেবারেই সত্যি কথা। দর্শকদের আগে ভালোবাসতে হবে ছবিকে, ইন্ডাস্ট্রিকে।’ আরেকজন লেখেন, ‘এখানকার অভিনেতারা তো সারাক্ষন রাজ্য রাজনীতি ব্যস্ত তো কাজ করবেন কখন? আগে নিজেরা বাহুবলি, কেজিএফ ২ এর মতো ছবি উপহার দিন, দারুণ ভিএফএক্স ব্যবহার করুন তারপর এসব বলবেন।’ কেউ আবার লেখেন, ‘এখানে কেবল সিরিয়াল হয়। আর সিনেমা বানালে সব টুকেই বানান। সেখানটা আগে ঠিক করুন।’
আরো পড়ুন: Kartik Aaryan: এককালে কাছের বন্ধু থাকলেও এখন আর মেসেজের উত্তর দেননা কার্তিক, জানালেন সন্দীপ
Image source-Google