সকাল থেকেই কলকাতা ও আশেপাশের এলাকায় ঘন কুয়াশা। আকাশ মেঘলা। দার্জিলিংয়ে আজ বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর (Weather Update)।
আল্টিমার কর্ণধার আবহাওয়া বিশেষজ্ঞ (Weather Update) রবীন্দ্র গোয়েনকা (Rabindra Goenka) জানিয়েছেন, ডিসেম্বরের শেষ অংশে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা উভয়ই স্বাভাবিকের উপরে থাকবে বলে আশা করা যাচ্ছে।
👉 সর্বোচ্চ/মিনিট(°সে): ২৪.৫-২৬.৫/১৭-১৯
👉বৃষ্টি: বিচ্ছিন্ন খুব হালকা
👉 মেঘলা: আংশিক
👉 বাতাসের গতি: মাঝারি
👉 বায়ু: উত্তর/পশ্চিম দিকে
👉 বজ্রপাত: কম
👉উষ্ণ: কম
👉আদ্রঃ পরিমিত
👉 আরাম: ভালো
আবহাওয়া দফতর (Weather Update)জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতার আকাশ পরিষ্কার থাকলেও সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৭ ও ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
আরও পড়ুন : Deganga:১১ বছর পর আবারও বইমেলায় সেজে উঠলো দেগঙ্গা