ক্রিসমাস ও নববর্ষের আগে ফের করোনার (Covid-19) থাবা। JN.1 করোনাভাইরাসের নতুন সাব ভ্যারিয়েন্ট। শনিবার, স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা করেছে যে দেশে গত ২৪ ঘণ্টায় ৭০০ জনের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রকের মতে, একদিনে দেশে করোনায় (Covid-19 ) আক্রান্ত হয়েছেন ৭৫২ জন। চলতি বছর ২১ মে’র পর এটাই দৈনিক সর্বোচ্চ সংক্রমণ। শুক্রবারের রিপোর্ট অনুযায়ী একদিনে আক্রান্তের সংখ্যা ছিল ৬৪০। গত ২৪ ঘণ্টায় লাফিয়ে বেড়েছে সংক্রমণ। এর জেরে অ্যাকটিভ কেসের সংখ্যা বেড়ে হল ৩,৪২০। একদিনে মৃত্যু হয়েছে চারজনের।

স্বাস্থ্যমন্ত্রক আরও জানাচ্ছে, ১৭টি রাজ্যে নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে কোভিড-১৯। যার শীর্ষে রয়েছে কেরল। একদিনে সেখানে সংক্রমিত ২৬৬ জন। এরপরই রয়েছে কর্নাটক (৭০), মহারাষ্ট্র (১৫), তামিলনাড়ু (১৩) এবং গুজরাট (১২)। গত ২৪ ঘণ্টায় প্রাণ হারানোদের মধ্যে দুজনেই কেরলের বাসিন্দা ছিলেন। বাকি দুজন কর্নাটক এবং রাজস্থানের। সব মিলিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৫ লক্ষ ৩৩ হাজার ৩৩২ জন।

আরও পড়ুন:Ram Mandir:রাম মন্দির তৈরি না হওয়া পর্যন্ত করবেন না বিয়ে!৩১ বছর আগের সেই শপথ কি এবার ভাঙবেন ভোজপালি বাবা?

By Sk Rahul

Senior Editor of Newz24hours