রাজারহাট নিউটাউনের অন্তর্গত পাথরঘাটা হাই স্কুল মাঠে অষ্টম পর্যায়ের দুয়ারে সরকার শিবির।দুয়ারে সরকার শিবিরে সাধারণ মানুষ সবরকম সুযোগ সুবিধা পাচ্ছেন কিনা,প্রধান ও উপপ্রধানের সঙ্গে খতিয়ে দেখলেন বিধায়ক তাপস চ্যাটার্জি।
প্রসঙ্গত,মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ১৫ ই ডিসেম্বর অর্থাত্ শুক্রবার থেকে শুরু হয়েছে রাজ্য জুড়ে অষ্টম পর্যায়ের দুয়ারে সরকার শিবির।যা চলবে আগামী ৩০ শে ডিসেম্বর পর্যন্ত।
আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগকে মান্যতা দিয়ে বৃহস্পতিবার অর্থাৎ ২১ শে ডিসেম্বর পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে, পাথরঘাটা হাই স্কুল মাঠে আয়োজন করা হয় দুয়ারে সরকার শিবিরের।
এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন, রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি,জেলা কর্মাধ্যক্ষ জাহানারা বিবি, পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের প্রধান পিংকি মন্ডল, উপ প্রধান টুটুল গাজী সহ অন্যান্য বিশিষ্টজনেরা।