সঞ্জনা সাংভি (Sanjana Sanghi) কলকাতা এসেছিলেন অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত ‘কড়ক সিংহ’-এর প্রচারে। সাক্ষাৎকার নিতে গিয়ে দেখা যায় বেশ পরিষ্কার বাংলা ভাষাতে কথা বলছেন সঞ্জনা। এতো ভালো বাংলা কোথা থেকে শিখলেন সঞ্জনা?
জিজ্ঞেস করতেই তিনি বলেন, ‘‘আমার প্রথম ছবি ‘দিল বেচারা’তে আমার চরিত্রটা বাঙালি ছিল। সে সময় একদম আনকোরা নতুন ছিলাম। আমার বুদ্ধি আমায় বলেছিল, বাঙালি চরিত্র পেয়েছ যখন, ভাষাটা শিখে ফেলো। সাধারণত অভিনেতারা শুধু নিজেদের সংলাপগুলোর উচ্চারণ ঠিক করে শেখার চেষ্টা করেন। কিন্তু কিজ়ির চরিত্র করার সময় আমি আমার ১০০ শতাংশ দিয়েছিলাম। মনে হয়, ভালই করেছিলাম। কারণ, সে সময় বাংলার সঙ্গে যে সম্পর্কটা তৈরি হয়ে গিয়েছিল, তা অতুলনীয়।’’
সঞ্জনা (Sanjana Sanghi) ‘কড়ক সিংহ’ ছবিতে পঙ্কজ ত্রিপাঠীর মেয়ের চরিত্রে অভিনয় করেছেন। ছবিতে অভিনয় করতে গিয়ে তিনি কলকাতা চত্বরে অনেকদিন কাটিয়েছেন। সেই সুবাদে জানালেন এই অঞ্চলের মানুষ তাকে এত ভালোবাসা দিয়েছেন যা তিনি আগে কোথাও পাননি।
সঞ্জনা বললেন, ‘‘‘দিল বেচারা’র কাস্টে প্রচুর বাঙালি ছিলেন। শাশ্বতদা আমার সঙ্গে ইচ্ছে করে সব কথা বাংলায় বলতেন। যাতে আমি অভ্যস্ত হয়ে যাই। আসলে যে কোনও ভাষার কথ্য তো আলাদা হয়। শাশ্বতদার সঙ্গে আমার অনেক দৃশ্য ছিল। আমার যাতে অসুবিধা না হয়, তাতে অনেকটাই সাহায্য করেছিলেন শাশ্বতদা।’’
‘কড়ক সিংহ’ ছবি করার সময় সঞ্জনার কি সেই বিষয়টি মাথায় ঘুরছিল? সঞ্জনা বললেন, ‘‘আমি যে কোনও বিষয়ে নিজের সেরাটা দিতে চাই। শীর্ষে অবশ্যই পৌঁছতে চাই। কিন্তু কোনও শর্টকাট নিয়ে নয়, পরিশ্রম করে। ছবি সই করার সময় কোনও ফর্মুলা দেখা ঠিক নয়। তবে তাপসী আমার খুব কাছের বন্ধু। আমার আগের ছবি ‘ধক ধক’-এর ও অন্যতম প্রযোজকও। ওর কেরিয়ার আমি খুব মন দিয়ে লক্ষ করেছি। ও যে ভাবে এগিয়েছে, তা প্রশংসনীয়। তাই অবশ্যই ওর মতো হতে চাই আমি। দর্শক যে ভাবে ‘পিঙ্ক’ পছন্দ করেছিলেন, তার কিছুটাও যদি ‘কড়ক সিংহ’-এর ভাগ্যে জোটে, তা হলেই আমি খুশি।’’
আরো পড়ুন: Parambrata-Piya: বিয়ের পর ট্রোলিংএর বিরুদ্ধে কি বললেন পরমব্রত ও পিয়া?
Image source-Google