বাঙালি মানেই তাদের খাবারের মেনুতে মাছ, মাংস আর ডিমের কোনো না কোনো কিছু থাকতেই হবে।

এর মধ্যে যেকোনো একটা না থাকলে যেনো তাদের খাওয়াটাই সম্পূর্ণ হয়না।

তাই এবার স্বাদ বদলাতে বাড়িতে বানিয়ে নিন ভেটকি মাছের ঝুরো।

এটি এমন একটি রেসিপি (Recipe) যা সহজে বানানো সম্ভব এবং একইসাথে মুখোরোচক।

চলুন তাহলে দেখে নিই কিভাবে তৈরি করবেন এই রেসিপি (recipe)।

উপকরণ:

আধা কেজি ভেটকি মাছ, পেঁয়াজ কুচি, আদা ও রসুন বাটা, টোমেটো কুচি, কয়েকটা কাঁচালঙ্কা কুচানো,

একমুঠো ধনে পাতা কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো,

গোলমরিচ গুঁড়ো, ৪-৫ টেবিল চামচ, স্বাদ মতো নুন ও চিনি, পরিমাণমতো সর্ষে তেল।

পদ্ধতি:

ভেটকি মাছের ঝুরো তৈরির পদ্ধতি ভেটকি মাছ ভালো করে জলে ধুয়ে নিন। তারপর ভেটকি মাছের ফিলে ছোটো ছোটো টুকরো করে কেটে তাতে নুন, হলুদ মাখিয়ে নিন। কড়াইতে তেল গরম করে মাছের টুকরোগুলো হালকা ভেজে তুলে রাখুন। এর পর কড়াইতে আরও একটু সর্ষে তেল দিয়ে পেঁয়াজ কুচি ভেজে নিন।

পেঁয়াজ লালচে হয়ে এলে আদা বাটা, রসুন বাটা দিয়ে ভাজতে থাকুন। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে টোম্যাটো কুচি আর কাঁচালঙ্কা কুচি দিয়ে ভাজুন। অল্প নুন দিয়ে দেবেন, তাহলে টমেটো তাড়াতাড়ি গলে যাবে।

একে একে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিন। সামান্য জল দিয়ে মশলাটা ভালো ভাবে কষিয়ে নিন। মশলা থেকে তেল ছেড়ে এলে মাছের টুকরোগুলো দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিন। খুন্তি দিয়ে মাছের টুকরোগুলো ভেঙে দিতে হবে। খানিকক্ষণ রান্না করার পর গরম মশলা গুঁড়ো আর ধনে পাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিন।

আরও পড়ুন:Recipe: স্বাদ বদলাতে বাড়িতে বানিয়ে নিন দুধ ভেটকি

Image source-Google

By Torsha