খাবার নিয়ে বাচ্চাদের বায়না লেগেই থাকে। আর সেই বায়না সামলাতে সামলাতে মাথায় হাত পড়ে মায়েদের। তাই এবার বাড়িতে তাদের মন জয় করে নিন দুর্দান্ত রেসিপি দিয়ে। বাড়িতে বাচ্ছাদের বানিয়ে নিন দই বড়া। নিশ্চয়ই ভাবছেন কিভাবে বানাবেন এই রেসিপি (recipe)। চলুন দেখে নিই সেই রেসিপি (Recipe)।

উপকরণ:

দই: ১ কেজি

পনির: আধ কাপ

পাউরুটির গুঁড়ো: আধ কাপ

বেসন: আধ কাপ

কাঁচা লঙ্কা কুচি: ৩-৪ টেবিল চামচ

ধনে পাতা কুচি: আধ কাপ

ভাজা পেঁয়াজ: আধ কাপ

আদা বাটা: ১ টেবিল চামচ

রসুন বাটা: ১ টেবিল চামচ

কাজুবাদাম কুচি: ১ টেবিল চামচ

কিশমিশ কুচি: ১ টেবিল চামচ

গরম মশলা গুঁড়ো: আধ চা চামচ

গোলমরিচ গুঁড়ো: ১ চা চামচ

জিরে গুঁড়ো: ১ টেবিল চামচ

এলাচ গুঁড়ো: আধ চামচ

নুন: স্বাদ অনুযায়ী

মিষ্টি: স্বাদ অনুযায়ী

প্রণালী:

১) প্রথমে দই থেকে সব জল ঝরিয়ে নিতে হবে। শুকনো, পাতলা সুতির কাপড়ে দই ৮ থেকে ১০ ঘণ্টা বেঁধে ঝুলিয়ে রাখুন।

২) এ বার একটি পাত্রে জল ঝরানো দই, অন্য সব উপকরণ দিয়ে ভাল করে মেখে নিন।

৩) এ বার একটি প্লেটে পাউরুটির গুঁড়ো ছড়িয়ে রাখুন।

৪) দইয়ের মণ্ড থেকে ছোট ছোট অংশ নিয়ে কবাবের আকারে গড়ে নিন।

৫) এ বার কবাবগুলির দু’পিঠে ভাল করে পাউরুটির গুঁড়ো মাখিয়ে নিন।

৬) পাউরুটির গুঁড়ো মাখানোর পর সব ক’টি কবাব প্লেটে সাজিয়ে ফ্রিজে তুলে রাখুন।

৭) আধ ঘণ্টা পর ফ্রিজ থেকে বার করে ডুবো তেলে ভেজে তুলে নিন। ধনেপাতা, পুদিনা পাতার চাটনি বা সস্‌ দিয়ে গরম গরম কবাব পরিবেশন করুন।

আরো পড়ুন: Joyjit Banerjee: ইন্ডাস্ট্রিতে এত বছর কাটালেও জীবনের প্রথম ওয়েব সিরিজে কাজ করছেন জয়জিৎ, কি অভিজ্ঞতা তার?

Image source – Google

By Torsha