বাংলা টেলিভিশন জগতে অন্যতম বিখ্যাত অভিনেত্রী হলেন অপরাজিতা আঢ্য (Aparajita Aadhya)। বর্তমানে স্টার জলসার অন্যতম বিখ্যাত ধারাবাহিক জল থইথই ভালোবাসাতে। সম্প্রতি সমাজের এক অন্যতম চর্চিত বিষয় “পরকীয়া” নিয়ে নিজের মতামত জানালেন অপরাজিতা আঢ্য। জানালেন ‘পরকীয়া সুস্থতার লক্ষণ’।
আনন্দবাজারকে অপরাজিতা বললেন, ‘কেন পরকীয়া আটকাতে হবে। এটা তো সুস্থতার লক্ষণ। চিরাচরিত ছিল। রামায়ণ-মহাভারতের সময় থেকে ছিল পরকীয়া। এটা জীবনের স্বাভাবিক ধর্ম। কারও কাউকে ভালোলাগতেই পারে। আমি কারও সঙ্গে ঘর করি বলে জীবনে কাউকে ভালোবাসব না, কোনও ভালো জিনিস দেখব না, এমনটা তো হতে পারে না। যার যত অপশন বেশি, তার জীবনে তত মানুষ আসতেই পারে। এবার কেউ সেটা কীভাবে ব্যালেন্স করবে সেটা সেই মানুষটার ব্যাপার। কিন্তু এতে তো কোনও অপরাধ নেই।’
অপরাজিতার (Aparajita Aadhya) মতে ভালোলাগা হতেই পারে বিয়েতে বা সম্পর্কে থাকাকালীন। ‘আমি আমার সংসারকে বেশি গুরুত্ব দেব না, অন্য কাউকে সেটা ঠিক করতাম। পাখিকেও তো খাচায় বন্দি রাখা ঠিক নয়। কাউকে না ঠকালেই হবে।’
আরো পড়ুন: Recipe: স্বাদ বদলাতে বাড়িতে বানিয়ে নিন ক্রিমি মাশরুম চিকেন
Image source-Google