ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংকে (Arjun Singh) লক্ষ্য করে ইটবৃষ্টির অভিযোগ। ছাপ্পা ভোটের অভিযোগ তুলে এদিন পথে নামেন অর্জুন সিং।
তৃণমূল সমর্থকরা তাঁকে লক্ষ্য করে ইট ছোড়ে বলে অভিযোগ। উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
ভাটপাড়ার ১৭ নং ওয়ার্ডের ভোটার অর্জুন সিং। তাঁর ওয়ার্ডে বিজেপির প্রার্থীই নেই। তাই ভোট দিতে না পারার আক্ষেপ বিজেপি নেতার গলায়।
ছাপ্পা ভোটের অভিযোগ পেয়েই অনুগামীদের নিয়ে পথে নামেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং।
পরিস্থিতি সামাল দিতে পুলিশবাহিনী নামে। পুলিশের সঙ্গেও তুমুল তর্কাতর্কি শুরু হয়ে যায় অর্জুন সিংয়ের।
লাঠিচার্জ করে গোটা এলাকা থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় পুলিশ। শেষমেশ পুলিশি ঘেরাটোপে এলাকা ছাড়েন অর্জুন।
পরে অর্জুন সিং বলেন, ‘ভোট যেভাবে হচ্ছে তাতে মনে হচ্ছে গণতন্ত্রের বদলে মমতাতন্ত্র চলছে রাজ্যে।’
ভাটপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের ভোটার অর্জুন সিং। এই ওয়ার্ডে এবার বিজেপির প্রার্থী ছিলেন সৌরভ সিং। সৌরভ সম্পর্কে অর্জুন সিংয়ের ভাইপো।
কিন্তু ভোটের ঠিক কয়েকদিন আগে বিজেপির মনোনয়ন প্রত্যাহার করেন সৌরভ সিং। তিনি তৃণমূলে যোগ দেন।
ফলে ভাটপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে বিজেপির কোনও প্রার্থী নেই। এবার আর ভোট দেওয়া হল না অর্জুন সিংয়ের (Arjun Singh)।
আক্ষেপের সুরে বিজেপি নেতা বললেন, ‘জীবনে এই প্রথমবার ভোট দিতে পারলাম না। খুব খারাপ লাগছে। গদ্দারের জন্যই আমার ভোট দেওয়া হল না।’