জানেন পুজোর পর কবে খুলবে সরকারি অফিস?কবে আবারও কর্মজীবন শুরু হবে সরকারি চাকরিজীবিদের?
বছর ভরের অপেক্ষা শেষে হাজির বাঙালির সবচেয়ে বড় উত্সব। হাজির বাঙালির বিগেস্ট কার্নিভ্যাল দুর্গাপুজো। বছরের এই একটা সময়ই লম্বা অবসরের সুযোগ পায় রাজ্যবাসী। সবথেকে লম্বা ছুটির সুযোগ পান রাজ্য সরকারি কর্মীরা। এক টানা প্রায় ১৩ দিনের জন্য বন্ধ রাজ্যের সমস্ত সরকারি অফিস।
রাজ্যের অর্থ দফতরের প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী এবছর চতুর্থী থেকেই বন্ধ সমস্ত সরকারি অফিস। খোলা শুধু জরুরি পরিষেবা। ১৮ অক্টোবর থেকে ২৪ অক্টোবর দশমী পর্যন্ত দুর্গাপুজোর জন্য বন্ধ থাকে অফিস। দশমীর পর দিন একাদশীতেও ছুটি সমস্ত সরকারি দফতর। শনিবার ২৮ অক্টোবর শনিবার লক্ষ্মীপুজোর ছুটি। ২৯ অক্টোবর রবিবার এমনিই বন্ধ সরকারি দফতর। ফের আবার সমস্ত সরকারি অফিস খুলবে ৩০ অক্টোবর সোমবার থেকে।
পরিষেবা ভিত্তিক কাজ যাতে কোনওভাবে ব্যাহত না হয়, সেই দিকে নজর রেখে আগেভাগেই বেশ কিছু এগিয়ে রাখা হয়। স্বাভাবিকভাবে এতদিন বন্ধ থাকার পর সরকারি অফিস খুললে থাকবে কাজের চাপ তা বলাই বাহুল্য। তবু বছরের সেরা উত্সবের জন্য এই কদিনের অসুবিধা হাসি মুখে মেনে নেন সাধারণ মানুষ। কারণ- দিনের শেষে উত্সবে অংশ নেওয়ার অধিকার সকলেরই রয়েছে।