ঠাকুর দেখা এখন আরও সহজ করল রাজ্য সরকার!পুজোয় কলকাতার বুকে অ্যাপ ক্যাব চালাবে রাজ্য!কিভাবে করবেন বুকিং?কবে থেকে শুরু হচ্ছে এই ক্যাব?জানুন, বিস্তারিত!

পুজোর আনন্দ যাতে ট্রাফিকের কারণে কোনো অংশে কম না হয় সে জন্য একাধিক প্রকল্প এনেছে পশ্চিমবঙ্গ সরকার। বনেদী বাড়ির ঠাকুর দেখার জন্য এসি বাস ও সেই সঙ্গে ভোগ খাওয়ার বিষয়ে ইতিমধ্যেই বাসের বন্দোবস্ত করেছে মমতা সরকার। আর এবার সূচনা হল অ্যাপ ক্যাবের। এই অ্যাপের নাম ‘যাত্রীসাথী অ্যাপ’।

সরকারের পক্ষ থেকে রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, ভারতবর্ষে এই প্রথম সরকারি উদ্যোগে অ্যাপ ক্যাব চালু করা হল। এই ক্যাবের সাহায্যে অনেক কম ভাড়ায় ও নিরাপদে শহরের যে কোনো জায়গায় যাতায়াত করতে পারবেন সাধারণ মানুষ। সোমবার এই যাত্রীসাথী অ্যাপের উদ্বোধন করলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী আরও জানান, ‘ইতিমধ্যেই শেষ তিন মাস ধরে এই ক্যাব পরীক্ষামূলকভাবে শহরে চলতে শুরু করেছে। একসঙ্গে ২১ হাজার গাড়িকে যুক্ত করা হয়েছে এই যাত্রীসাথী প্রকল্পে। ইতিমধ্যেই প্রায় চার হাজারের বেশি রাইড হয়ে গিয়েছে। এই অ্যাপে যাত্রী ও গাড়ির মালিক উভয়েরই সুবিধা রয়েছে। এক্ষেত্রে সরকার কোনো কমিশন নেবে না, শুধু পরিচালনার খরচ নেবে যাতে নিরাপত্তার খাতে বেশি জোড় দেওয়া যায়।’

জানা গিয়েছে, শহরের যে সব হলুদ ট্যাক্সি অ্যাপ ক্যাবের দৌরাত্মে বন্ধ হয়ে গিয়েছে, সেই গাড়িগুলি এই যাত্রীসাথী প্রকল্পে যুক্ত করা হয়েছে। এই অ্যাপের মাধ্যমে এসি, নন-এসি দু’ধরনের ক্যাব-ই বুক করা যাবে। অর্থাৎ, ওলা-উবেরের মতো একইভাবে এই রাজ্য সরকারি অ্যাপ ব্যবহার করে কম খরচে শহর জুড়ে দুর্গা ঠাকুর দেখতে পারবেন আমজনতারা।

 

আরো দেখুন:Durgapuja:দুর্গা পূজায় মদের দোকান কবে বন্ধ কবে খোলা?পুজোর আগেই দেখেনিন কী নির্দেশ দিল সরকার?