রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চ্যাটার্জির হাত দিয়ে সাড়ম্বরে সম্পন্ন হলো আটঘোড়া নপাড়া বারোয়ারী পরিচালিত সার্বজনীন দুর্গোৎসবের উদ্বোধন।

দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে গেছে।শহর জুড়ে মায়ের আগমনের দিন গুনছে।চলছে একের পর এক উদ্বোধনী অনুষ্ঠান।এরইমধ্যে এবার মায়ের আগমনীর ধ্বনি ছড়িয়ে পড়ল আটঘোড়া নপাড়া বারোয়ারী পরিচালিত সার্বজনীন দুর্গোৎসবের।

সোমবার রাজারহাট নিউটাউন বিধায়ক তাপস চ্যাটার্জি,এবং বিধাননগর পৌর নিগম ১২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর আজিজুল হোসেন মন্ডল ও বর্তমান কাউন্সিলার মমতা মন্ডলের হাত দিয়ে ফিতে কেটে সাড়ম্বরে উদ্বোধন হয় এই দুর্গোৎসবের।

 

এছাড়াও এই উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এদিন ই-রিক্সা এবং মশারী প্রদানের সাথে বস্ত্র বিতরণ করা হয়।

 

সূত্রের খবর,এবছর আটঘোড়া নপাড়া বারোয়ারী পরিচালিত সার্বজনীন দুর্গোৎসব ১১০ তম বর্ষে পদার্পণ করেছে।জানা গিয়েছে,এবছর তাদের পুজোর থিম সম্পর্কের সুতো।আর সেই থিমের অভিনব ভাবনার সাক্ষী থাকতে উদ্বোধনী অনুষ্ঠানের দিনই কাতারে কাতারে মানুষের সমাগম ঘটে পুজো মণ্ডপে।সব মিলিয়ে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে এদিন সকল অতিথি বৃন্দদের মধ্যে উন্মাদনা ছিল তুঙ্গে।যা ছিল সত্যি চোখে পড়ার মতো!

 

 

নিউটাউন থেকে প্রীতি সিংহ রায়ের রিপোর্ট