আজ মহালয়া,পিতৃপক্ষের অবসান,দেবী পক্ষের সূচনা!কোলাঘাটের রূপনারায়ণ নদীর বিভিন্ন ঘাটে তর্পনে ভিড়!
আজ হলো মহালয়া!অর্থাৎ পিতৃপক্ষের অবসান ঘটে দেবীপক্ষের সূচনা হয়। এই দিনে বিভিন্ন নদীর ঘাটে পূর্বপুরুষদের তর্পনের মধ্য দিয়ে পূর্ব পুরুষদের রীতি রয়েছে সমস্ত বাঙ্গালীদের। তাই এই দিন সূর্য ওঠার আগে ভোর থেকে বিভিন্ন নদী ঘাটে দেখা গিয়েছে তর্পনের জন্য যথেষ্ট ভিড়।
পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের রূপনারায়ন নদীর গৌরাঙ্গ ঘাট, কালীমন্দির ঘাট, কাটচাড়ার হর পার্বতী ঘাটে যথেষ্ট ভিড় লক্ষ্য করা গিয়েছে ভোর থেকেই।
পূর্ব পুরুষদের উদ্দেশ্যে বাঙালির রীতি-নীতি মেনে করা হচ্ছে জল দান।জেলার পাশাপাশি পার্শ্ববর্তী জেলা থেকেও বহু বাঙালি তর্পনের উদ্দেশ্যে উপস্থিত হয়েছিল এদিন রূপনারায়ন নদীর বিভিন্ন ঘাট গুলিতে। অন্যদিকে বাঙালির এই তর্পণ রীতিতে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য প্রত্যেক ঘাট গুলিতে কোলাঘাট KTPP ও কোলাঘাট বিট হাউসের পুলিশ ছিল মোতায়ন।সব মিলিয়ে এদিন সকলের মধ্যে উন্মাদনা ছিল তুঙ্গে।যা ছিল সত্যি চোখে পড়ার মতো।