আফগানিস্তানের বিপক্ষে ভারতের পারফরম্যান্সে বিস্মিত সুনীল গাভাস্কার। সেরা একাদশে যোগ দিলেন শার্দুল ঠাকুর। কিন্তু মহম্মদ শামি নেই। দলের নির্বাচন মেনে নিতে পারেননি গাভাসকার।

২০১৯ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন শামি। একটি পিচ রিপোর্টে, গৌতম গম্ভীর পর্যন্ত বলেছেন যে অশ্বিনের জায়গায় শামিকে খেলানো উচিত। ভারত অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন, শার্দুল অশ্বিনের জায়গায় আসবেন। গাভাসকার এই পরিবর্তনে বিস্মিত। প্রাক্তন ভারত অধিনায়ক বলেন, “২০১৯ সালে মহম্মদ শামি পাঁচটি উইকেট নিয়েছিলেন এবং খেলাটি ভারতের দিকে ঘুরিয়ে দিয়েছিল। সেই দিক থেকে বিচার করে আমি ভেবেছিলাম শামি হয়তো খেলবে।”

গাভাসকার আরও বলেছেন, “ শামি হ্যাটট্রিক করেছিল। তাকে খেলালে আমি নিশ্চিত এই আফগান দলের জন্য কিছুই পরিবর্তন হবে। তবে এই সিদ্ধান্ত যখন নেওয়া হয়েছে তখন সেটাই মনে নিতে হবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারত যেভাবে খেলেছে, আফগানিস্তানের বিপক্ষেও তাই করতে হবে। ওদের কম রানে বেঁধে রাখতে হবে।”

আরও পড়ুন:Basirhat:স্কুলের শর্ট সার্কিটের জেরে মিটারে আগুন! গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ৬ ছাত্রী

By Sk Rahul

Senior Editor of Newz24hours