আর মাত্র কিছুদিনের অপেক্ষা, তার মধ্যেই মর্তে আগমন ঘটবে দেবী দুর্গার। আর তারই মাঝে মর্তবাসী নিচ্ছে লাস্ট মিনিট প্রিপারেশন। সাধারণ মানুষ থেকে শুরু করে পর্দার তারকারা, পুজো প্ল্যানিং সেরে নিচ্ছেন এর মধ্যেই। এরই মাঝে HT বাংলার তরফে অদিতি মুন্সীর (Aditi Munshi) সাথে যোগাযোগ করা হলে তিনি তার পুজো প্ল্যানিং শেয়ার করলেন।
অদিতি জানান, ‘এবার পুজোটা অন্যরকম। কলকাতায় থাকছি না। আমেরিকায় শো আছে। সেখানেই কাটবে এবারের পুজো। তবে এখানকার পুজো, মজা খুব মিস করব।’
পুজোয় কলকাতায় থাকছেন না ঠিকই, তা বলে কি শপিংও করেননি? হেসে গায়িকা বলেন, ‘শপিং তো আছেই। হয়েছে। কিন্তু আমি এবার সব থেকে বেশি মিস করব পুজোর খাওয়া দাওয়া, ভিড়, প্যান্ডেল, ঢাকের আওয়াজ। খুবই মন খারাপ।’
তবে এই বছরও আসছে অদিতির (Aditi Munshi) কণ্ঠে নতুন গান। অদিতি জানালেন, ‘এবারের পুজোর গানের ভাবনা একেবারেই আলাদা। ভাবনা থেকে নির্দেশনা সবটাই তন্ময় দা (পণ্ডিত তন্ময় বসু) করেছেন। অনেকটা দুর্গা বন্দনা এই গান। একাধিক যন্ত্রের ব্যবহার করা হয়েছে এই গানে। ফলে সবার ভালো লাগবে বলেই আশা করি।’
পুজোর কোন জিনিসটা বড় হয়ে যাওয়ার পর সব থেকে বেশি মিস করেন অদিতি? উত্তরে তিনি বলেন, ‘ছোটবেলায় অনেক জামা হতো। অনেক জামা পেতাম। মা আমাদের ভাই বোনদের দুবেলা নতুন জামা পরিয়ে সাজিয়ে দিতেন, আমরা ঘুরতে যেতাম। সেটা খুব মিস করি। এখন তো জামা পাওয়ার সংখ্যা অনেক কমে গিয়েছে।’
আরো পড়ুন: Jeetu Kamal: অবেশেষে সোশ্যাল মিডিয়ায় নিজেই সমস্ত চর্চার অবসান ঘটালেন জীতু
Image source-Google