চলতি বছরেই হঠাৎ নবনীতা ঘোষণা করেন তিনি ও জীতু আলাদা আলাদা পথ বেছে নিতে চলেছেন। পরে জীতুও (Jeetu Kamal) নবনীতার এই কথাকে সত্যতার সিলমোহর দেয়। আর এরপর থেকেই শুরু হয় তাদের নিয়ে চর্চা। তাদের ফেসবুক পোস্ট নিয়ে তুমুল চর্চা চলতে থাকে। তবে এবার সব প্রশ্নের উত্তর জীতু নিজেই তার সোশ্যাল মিডিয়ায় দিলেন।
মঙ্গলবার ফেসবুকে জীতু (Jeetu Kamal) লেখেন, “তোমাকে ভুলতে চাই। তোমার কাছ থেকে এত দূরে পালাতে চাই যেখানে রাবণের মতো বিংশতি শ্রবণ পেলেও তোমার কথা আমাকে শুনতে হবে না। উক্তিটি কার উদ্দেশ্যে, কে বলেছিলেন? কেন বলেছিলেন জানলেও বলুন দেখি…।”
উত্তরটি অভিনেতা নিজেই দিয়ে দেন পোস্টের কমেন্ট বক্সে। লেখেন, “উক্তিটি, সৌমিত্র চট্টোপাধ্যায়ের। রবীন্দ্রনাথের উদ্দেশ্যে বলা। কবিতা লেখার প্রাক্কালে, কবিগুরু এতটাই আছন্ন হয়ে থাকতেন সৌমিত্র বাবুর মন জুড়ে, যে নিজের সৃষ্টিতে ব্যাঘাত ঘটত। তাই তিনি এই উক্তিটি করেন। দয়া করে পার্সোনাল জায়গায় না গিয়ে, একটু চর্চা আদান-প্রদান করি। গত ৫ মাসের কোনো পোস্টই নবনীতা কেন্দ্রিক নয়। ওটা আপনাদের আর কিছু ডিজিটাল চ্যানলের ভ্রান্ত ধারণা।”
আরও পড়ুন: Recipe: স্বাদ বদলাতে বাড়িতে বানিয়ে নিন লোটে মাছের মুইঠ্যা
Image source-Google