ভয়ঙ্কর ভূমিকম্পে বিধ্বস্ত আফগানিস্তান। জানা গিয়েছে,ভূমিকম্পে কমপক্ষে ২০০০ মানুষের মৃত্যু হয়েছে। আহত ৬০০-রও বেশি।

শনিবার দুপুর ১২টা ১১মিনিট নাগাদ আচমকাই কেঁপে ওঠে পশ্চিম আফগানিস্তানের হেরাট এলাকায়। রিখটার স্কেলে সেই ভূমিকম্পের মাত্রা ৬.৩। আধ ঘণ্টার মধ্যে আরও ভূমিকম্প দেখা যায় ওই এলাকায়। রিখটার স্কেলে দ্বিতীয় কম্পনের মাত্রা ছিল ৫.৬ ও তৃতীয়বার ৬.২।

ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে যে ভূমিকম্পের কেন্দ্র ছিল এই অঞ্চলের বৃহত্তম শহর হেরাট থেকে ৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমে। আতঙ্কিত বাসিন্দারা ছুটে বাড়িঘর, অফিস থেকে বেরিয়ে আসতে শুরু করেন। হুড়মুড়িয়ে ভেঙে পড়তে থাকে বাড়িঘর, দোকানপাট। সেই ধ্বংসস্তূপের তলায় আটকে পড়ে বহু মানুষ।

ইতিমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে ১২টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। সেইসব অ্যাম্বুলেন্সে করে আহতদের হাসপাতালে নিয়ে আসার কাজে ব্যবহার করা হচ্ছে। আহতদের মধ্যে বেশিরভাই রয়েছে মহিলা ও শিশু।এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত এলাকাবাসী।

 

আরো দেখুন:East West Metro:পুজোর আগেই মেট্রোয় চালু হতে চলেছে কিউআর কোডযুক্ত কাগজের টিকিট! জেনে নিন কবে-কোথায় চালু?