বৃষ্টির জলে ভেসে গেছে সেতুর সামনের অংশ! বন্ধ যানচলাচল! চরম সমস্যায় ভুগছে আড়ষা ব্লকের নুনিয়া,তানাসি সহ তিন চার টি গ্রামের সাধারণ মানুষ।
স্থানীয় সূত্রে খবর পুরুলিয়ার আড়ষা ব্লকের সিরকাবাদ থেকে ভেলাইডি দিয়ে নুনিয়া তানাসি হাড়মাডি যাওয়ার মাঝে রয়েছে বান্দু নদী সেই নদীর উপর বানানো হয়েছে সেতু ! সেতুটির যেখানে রাস্তার সাথে জয়েন্ট হচ্ছে সেই খানের সব অংশ বৃষ্টির জলে ভেসে যায়! যার ফলে বর্তমানে চার চাকা গাড়ি এই রাস্তা দিয়ে পারা পার হচ্ছে না।
জানা যায় টানা গত কয়েক দিনে ধরে বৃষ্টি হয়েছে সেই সময় নদীর জলে ভেসে যায় সেতুর সামনের মাটি যার ফলে যানচলাচল বন্ধ হয়ে যায়।
এখন জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছে এলাকার সাধারণ মানুষ।
এই রাস্তা দিয়ে হাসপাতাল, ব্লক, পঞ্চায়েত, স্কুল, যাওয়ার একমাত্র রাস্তা!
এখন গ্ৰামে এম্বুলেন্স থেকে শুরু করে কোন চারচাকা গাড়ি ঢুকছে না। কারো শরীর খারাপ হলে বা কোনো ডেলিভারি পেসেন্ট থাকলে খুব সমস্যায় পড়তে হচ্ছে যাতায়াতের জন্য।
এলাকার মানুষের দাবি যেন এই সেতুর সামনে যে জলে ভেসে গেছে সেটা যেন খুব তাড়াতাড়ি ঠিক করা হয় । এবং প্রশাসন কে অনুরোধ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষেরা।
এখন প্রশ্ন হচ্ছে একটাই কবে ঠিক করে দেবে প্রশাসন এই সেতুর সামনের অংশ! এখন যেদিকে তাকিয়ে এলাকার সধারণ মানুষ।
আরো দেখুন:Icche Putul: বন্ধ হয়ে যাচ্ছে “ইচ্ছে পুতুল”? কি জানালেন ধারাবাহিকের নায়ক মৈনাক?