ডেঙ্গুর চোখ রাঙানি রাজারহাটে প্রভাব বিস্তার করতে পারবে না!জানালেন রাজারহাট বিষ্ণুপুর ২ নম্বর পঞ্চায়েতের প্রধান অভিজিৎ নস্কর!
বর্তমানে রাজু জুড়ে প্রভাব বিস্তার ক্রমশ করছে ডেঙ্গু।একের পর এক আক্রান্ত,মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে।এমন ভয়াবহ পরিস্থিতিতে রাজ্য সরকারের উদ্যোগে নানা সচেতন মূলক কর্মসূচি শুরু হয়েছে।
এমন অবস্থায় রাজারহাট বিষ্ণুপুর ২ নম্বর পঞ্চায়েতের অন্তর্গত এলাকার পরিস্তিতি কেমন?খোদ এই বিষয়ে জানিয়েছেন রাজারহাট বিষ্ণুপুর ২ নম্বর পঞ্চায়েতের প্রধান অভিজিৎ নস্কর।
অভিজিৎ নস্কর জানিয়েছেন,— “ডেঙ্গু অন্যান্য বছরের তুলনায় এবছর রাজারহাটে একটু বেশি।এরজন্য গত দুমাস ধরেই ডেঙ্গুর ব্যাপার নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন।তাই আমরা সব রকম ভাবেই তৎপর।ক্রমাগত স্পে,ড্রেনগুলো পরিষ্কার এবং ব্লিচিং পাউডার ছড়াচ্ছি।একইসঙ্গে চলছে সচেতনমূলক প্রচার।আমি নিজে পুরো বিষয় খতিয়ে দেখছি।প্রতিটি মানুষের বাড়ি গিয়ে তাদের কেমন পরিস্তিতি দেখছি।আমরা পঞ্চায়েতের সকল সদস্য মিলেই রাজারহাটে ডেঙ্গু রোধে কাজ করছি।”
পাশাপাশি কেও আক্রান্ত হলে তার পাশে থেকে তার চিকিৎসার ব্যবস্থা করে দেবেন বলেও এদিন জানিয়েছেন প্রধান।
একইসঙ্গে প্রধান অভিজিৎ নস্কর সাধারণ মানুষদের সতর্ক করে এদিন আরো বলেন,— এইসময় সর্বদা মশারী টাঙিয়ে ঘুমান।এবং বাড়িতে সবরকম আসবাবপত্র পরিষ্কার রাখুন।জল জমতে দেবেন না।প্রধানের কথায়,— সচেতনতায় ডেঙ্গু রোধ করার মুখ্যম উপায়।