একদিকে যেমন বলিউড কাঁপাচ্ছেন শাহরুখ খান, অন্যদিকে গোটা টলিউড ইন্ডাস্ট্রির দায়িত্ব ঘাড়ে তুলে নিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prasenjit Chatterjee)। সৃজিত মুখোপাধ্যায়ের বাংলা ছবি ‘দশম অবতার’পর্দায় ফিরছেন প্রবীর রায়চৌধুরী অর্থাৎ প্রসেনজিৎ। এর আগেও এই চরিত্রে প্রচুর প্রশংসা পেয়েছেন তিনি। আবারও সেই ভূমিকায় বাংলা কাপাবেন তিনি এমনটাই ভাবছেন দর্শকেরা। অনেকে মনে করছেন তিনি হলেন বাংলার শাহরুখ।
তবে এই কথাটি কি সমর্থন করেন প্রসেনজিৎ (Prasenjit Chatterjee)? হিন্দুস্থান টাইমসের তরফ থেকে এই প্রসঙ্গে জিজ্ঞেস করলে প্রসেনজিৎ বললেন, শাহরুখকে নিয়ে একটাই কথা বলব, ও Inspiration (অনুপ্রেরণা) শুধু আমাদের কাছে নয়, পরের প্রজন্মের কাছেও শাহরুখ অনুপ্রেরণা।’
বুম্বাদা বলেন, ‘শাহরুখ ইজ ব্যাক-এই কথাটাই ভুল। শাহরুখ ফিল্ম ইন্ডাস্ট্রির প্রতি একটা বড় দায়িত্ব পালন করেছেন। উনি শুধু নিজে ফেরেননি, গোটা ইন্ডাস্ট্রিকে ফিরিয়ে ফর্মে ফিরিয়ে এনেছেন। এটাকেই বলে দায়িত্ব। শাহরুখ ব্র্যান্ড-এর দায়িত্ব তো ওঁর রয়েছেই। শাহরুখ চিরকালই শাহরুখ-ই থাকবেন। তবে বড় কথা হল দায়িত্ব, যে উনি শুধু নিজেকে নয়, গোটা ইন্ডাস্ট্রিকে অক্সিজেন জোগাচ্ছেন। আর এঁর জন্যই আমি ওঁকে স্যালুট জানাতে চাই।’
প্রসঙ্গত, এই পুজোতেই আসছে সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালিত বহুল চর্চিত বাংলা ছবি ‘দশম অবতার’। এই সিনেমায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছাড়াও গুরুত্বপূর্ন ভূমিকায় থাকবেন অনির্বাণ চট্টোপাধ্যায়, যীশু সেনগুপ্ত, জয়া এহসান এবং আরো অনেকে।
আরো পড়ুন: Sukanta Majumder:সুকান্ত মজুমদারের উপর ‘হামলা’,আক্রান্ত নিরাপত্তারক্ষীরাও
Image source-Google