আন্দোলনরত তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লী পুলিশের আটকের প্রতিবাদে রেল অবরোধ করলো তৃণমূল কংগ্রেস।

এদিন শিয়ালদহ-হাসনাবাদ শাখার ভ্যাবলা স্টেশনে ডাউন হাসনাবাদ-শিয়ালদহ লোকাল অবরোধ করে যুব তৃণমূল কংগ্রেস ও আইএনটিটিইউসি।

এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন,-তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তথা বসিরহাট পৌরসভার ১৪নং ওয়ার্ডের ভাস্কর মিত্র, বসিরহাট পৌরসভার উপ-পৌর প্রধান সুবীর সরকার ও বসিরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর অসিত মজুমদারদের নেতৃত্বে বসিরহাটের ভ্যাবলা স্টেশন অবরোধ করলো কয়েকশো তৃণমূল কর্মী সমর্থকরা।

এই ঘটনা প্রসঙ্গে এদিন তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলার আইএনটিটিইউসির সাধারণ সম্পাদক ভাস্কর মিত্র বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লী পুলিশ যেভাবে হেনস্থা করেছে, তার প্রতিবাদে আমাদের এই অবরোধ কর্মসূচি।”

এদিকে এই অবরোধের ফলে এদিন রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।এই অবরোধ চলে আধঘন্টা ধরে।এরপরে বসিরহাট থানা ও বসিরহাট জিআরপি গিয়ে অবরোধ তুলে দেয়।

 

 

আরো দেখুন:Agitation in Rail Station:ট্রেনের ধাক্কায় মারা গেলেন রেলকর্মীই!প্রতিবাদে রণক্ষেত্রের চেহারা নিল গোবরা স্টেশন,গ্রেফতার ৩