বিশ্বকাপ (ICC World Cup) শুরুর আগে নিজেদের শেষ একদিনের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে ভারত। অন্যদিকে, ইংল্যান্ড গুয়াহাটিতে পা রাখার আগে ৩৮ ঘন্টার বিমানযাত্রার ধকল সহ্য করেছিল ইংল্যান্ড। তাই অধিনায়ক রোহিত শর্মা এবং জস বাটলার দুজনেই এই প্রস্তুতি ম্যাচের জন্য মুখিয়ে আছেন। তবে ভারী বৃষ্টিতে দুই হেভিওয়েট দলের সব পরিকল্পনা ভেস্তে যায়। ৩ অক্টোবর দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে বিরাট কোহলি-শুবমান গিল। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটি হবে তিরুঅনন্তপুরমে।

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। তবে খেলা শুরুর মাত্র ১০ মিনিট আগে শুরু হয় বৃষ্টি। রীতিমতো বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি নামে। অনেক দর্শক খেলা দেখতে ছুটে আসেন। হতাশ হয়ে ফিরে যাওয়া ছাড়া তাদের কোনো উপায় ছিল না।

এই বিশ্বকাপে দলগুলো একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে। সেমিফাইনালে যেতে হলে সব দলকে নয়টি ম্যাচ খেলতে হবে। মেন ইন ব্লু ৮ই অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের অভিযান শুরু করবে। চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।

আরও পড়ুন:Dev: বলিউডের ছবি বাংলা ছবিকে রিপ্লেস করে দেয় বাংলায়, এই নিয়ে কি বললেন দেব?

By Sk Rahul

Senior Editor of Newz24hours