এই পুজোতে মুক্তি পেতে চলেছে দেব (Dev) অভিনীত “বাঘাযতীন”। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তার ছবি ব্যোমকেশ ও দুর্গ রহস্য। আবার শীতে আসতে চলেছে তার নতুন ছবি প্রধান, যেখানে মূল চরিত্রে আছেন দেব এবং সৌমিতৃষা কুন্ডু। অর্থাৎ টলিউড একাই কাপাচ্ছেন দেব।

আবার টলি অন্দরে শোনা যাচ্ছে খুব শীঘ্রই পর্দায় রঘু ডাকাত, চাঁদের পাহাড় থ্রি আনবেন দেব। তবে সত্যি কি তাই? এই সময়কে দেওয়া একটা সাক্ষাৎকারে দেব বলেন, ‘আজকাল চিত্রনাট্য গড়তে এক দেড় বছর সময় লেগে যায়। সবটাই হবে, কিন্তু কোনটা আগে কোনটা পরে জানি না। সৃজিতের (সৃজিত মুখোপাধ্যায়) সঙ্গে একটা ছবি করতে চলেছি। অরুণ (অরুণ রায়) দার সঙ্গে আরও একটা ছবির কথা হয়ে আছে। দেখা যাক।’

অনেকের ধারণা দেব (Dev) ও জিৎ ছাড়া বাংলা ইন্ডাস্ট্রিতে কোনো সুপারস্টার নেই। এরকম শুনে কি প্রতিক্রিয়া নায়কের? উত্তরে অভিনেতা বলেন, ‘বাংলা ছাড়ুন বলিউডের এই প্রজন্মের কেউ সুপারস্টার নন। এটার জন্য দায়ী আমরা সবাই। বাড়িতে এসির মধ্যে আয়েস করে বসে যদি ছবি দেখার সুযোগ থাকে কতজন হলে যাবেন? এখন সবাই সব রিল ভিডিয়োতে দেখে নেন, হলে যাওয়ার আগ্রহ কমে যাচ্ছে। এ এক কঠিন সময়, লড়তে হবে।’

বলিউডের কোনো ছবি আসলে অনেক সময় বাংলা ছবি জায়গা পায়না বাংলায়। এই নিয়ে কি মতামত নায়কের? দেবের কথায়, ‘বাংলার ছবি ডমিনেট করবে এমন একটা সময় আনতে হবে যাতে শাহরুখের ছবি এলেও সিঙ্গল স্ক্রিন বা মাল্টিপ্লেক্স থেকে বাংলা ছবি না সরে যায়। বাংলায় বাংলা ছবিই হবে শেষ কথা।’

আরও পড়ুন: Weather Update: নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

Image source-Google

By Torsha