১ বা দুই দিন নয়, অক্টোবর মাসে ব্যাঙ্ক বন্ধ থাকবে ১৮ দিন!কবে কোথায় ব্যাঙ্ক বন্ধ?মাস পড়ার আগেই জেনে নিন সেই তালিকা….

অক্টোবর মাস মানেই হলো ভরা উত্‍সবের মাস। উত্‍সবের মাস মানেই বুঝতে পারছেন, এক গাদা ছুটি। আপনারও যদি ব্যাঙ্কে কোনও গুরুত্বপূর্ণ কাজ পেন্ডিং পড়ে রয়েছে তাহলে তা ঝটপট সেরে নিন, নইলে বিপদে পড়তে পারেন কিন্তু আপনি।

কারণ অক্টোবর মাসে এক বা দুই দিন নয়, ৩১ দিনের মধ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে ১৮ দিন।শুধু তাই নয়, পশ্চিমবঙ্গে ১১ দিন বন্ধ থাকবে প্রতিটি ব্যাঙ্কের শাখা।

তাই ব্যাঙ্কে গিয়ে যাতে আপনাকে সমস্যায় না পড়তে হয়,তাই আপনার জন্য রইল অক্টোবর মাসের ব্যাঙ্ক বন্ধের তালিকা….

২ অক্টোবর: গান্ধী জয়ন্তী উপলক্ষে গোটা দেশেই বন্ধ থাকবে এইদিন ব্যাঙ্ক।

১৪ অক্টোবর: মহালয়া উপলক্ষ্যে পশ্চিমবঙ্গের সব ব্যাঙ্ক বন্ধ থাকবে।

১৮ অক্টোবর : কাটি বিহু উপলক্ষ্যে অসমে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

২১ অক্টোবর : দুর্গাপুজোর মহাসপ্তমী উপলক্ষ্যে ত্রিপুরা, অসম, মণিপুর এবং বাংলায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।

২৩ অক্টোবর: দুর্গাপুজোর মহানবমী উপলক্ষ্যে ত্রিপুরা, কর্নাটক, ওড়িশা, তামিলনাড়ু, অসম, অন্ধ্রপ্রদেশ, কানপুর, কেরল, ঝাড়খণ্ড এবং বিহারে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

২৪ অক্টোবর: দশেরা, দুর্গাপুজোর বিজয়া দশমী উপলক্ষ্যে অন্ধ্রপ্রদেশ এবং মণিপুর বাদে সব রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

২৫ অক্টোবর: দুর্গাপুজোর দশাইন উপলক্ষ্যে সিকিমে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

২৬ অক্টোবর : দুর্গাপুজোর দশাইন উপলক্ষ্যে সিকিম, জম্মু এবং কাশ্মীরে ব্যাঙ্কে ছুটি থাকবে।

২৭ অক্টোবর: দুর্গাপুজোর দশাইন উপলক্ষ্যে সিকিমে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

২৮ অক্টোবর: লক্ষ্মীপুজো উপলক্ষ্যে বাংলায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।

৩১ অক্টোবর: সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষ্যে গুজরাটে ব্যাঙ্কে ছুটি থাকবে।

এছাড়াও, ১ অক্টোবর, ৮ অক্টোবর, ১৫ অক্টোবর, ২২ অক্টোবর এবং ২৯ অক্টোবর রবিবার পড়ায় এই ৫ দিনেও বন্ধ থাকবে ব্যাঙ্ক।

 

 

আরো দেখুন:শহীদ মাতঙ্গিনী হাজরার আত্মবলিবান দিবসে তাঁর ভিটেতে শ্রদ্ধা জানাতে দুই রাজনৈতিক দল তৃণমূল বিজেপি