জেলার ফুটবল জগতের অগ্রগতির কথা মাথায় রেখে মেদিনীপুর বিধানসভার জনপ্রিয় বিধায়িকা জুন মালিয়ার বিশেষ উদ্যোগ। বিধায়িকার ঐকান্তিক প্রচেষ্টায় শুরু হতে চলেছে “শালবনি ফুটবল অ্যাকাডেমি”।গত তিন দিন ধরে শালবনি স্টেডিয়াম এ চলছিল জেলার অনূর্ধ্ব ১২ ফুটবলার সহ মহিলা ফুটবলারদের নিয়ে এই কোচিং সেন্টার এর জন্য ফুটবল ট্রায়াল।আজ মেদিনীপুর শহরের শ্রী অরবিন্দ স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো ফাইনাল ট্রায়াল।এই ট্রায়ালের মাধ্যমে ছেলে ও মেয়ে মিলিয়ে প্রায় মোট ৪০ জন অনূর্ধ্ব ১২ ফুটবলার সহ বিভিন্ন বয়সের জুনিয়র ফুটবলার নির্বাচিত হয়।

আজকের ফাইনাল ট্রায়ালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক তথা গোলকিপার সুব্রত পাল।তিনি নিজেই আজ স্বশরীরে উপস্থিত থেকে এই অ্যাকাডেমির জন্য ফুটবলারদের নির্বাচিত করেন।

সুব্রত পাল ছাড়াও আজকের এই ফাইনাল ট্রায়ালে উপস্থিত ছিলেন বিদেশি কোচ পল,জনপ্রিয় বিধায়িকা জুন মালিয়া,মেদিনীপুর জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সঞ্জিত তোরই,মেদিনীপুর সদর মহকুমা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক সন্দীপ সিংহ,মেদিনীপুর পৌরসভার জনপ্রিয় পৌরপ্রধান সৌমেন খান,তাপস ঘোষ,বাবলু দিগার,অসিত পাল,আবির আগরওয়াল,রবীন্দ্রনাথ ঘোষ প্রমুখ।

অনুষ্ঠান শেষে বক্তব্য রাখতে গিয়ে সুব্রত পাল বলেন – “আমাদের বাংলার খুব কম জেলাতেই ফুটবলের জন্য এইরকম উদ্যোগ নেওয়া হয়।আর সেকারনেই এই বিশেষ উদ্যোগের জন্য বিধায়িকা জুন মালিয়া,সন্দীপ সিংহ,সঞ্জিত তোরই সহ জেলার ফুটবল সংস্থার বিভিন্ন আধিকারিকদের আন্তরিক ধন্যবাদ জানাই।উনাদের এই উদ্যোগে সত্যিই আমি খুব খুশি।আশা করি ভবিষ্যতে এই ফুটবলারদের মধ্য থেকেই অনেকে ভারতীয় দলের জার্সি পরে দেশের হয়ে সবুজ মাঠ কাঁপাবে।”

অন্যদিকে এই মহৎ উদ্যোগে সামিল হয়ে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য বিধায়িকা জুন মালিয়াও প্রাক্তন ভারতীয় গোলরক্ষক তথা অধিনায়ক সুব্রত পালকেও অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এই অ্যাকাডেমির অন্যতম প্রধান উদ্যোক্তা তথা মেদিনীপুর সদর মহকুমা ক্রীড়া সংস্থার সম্মানীয় যুগ্ম সম্পাদক সন্দীপ সিংহ মহাশয় জানান – “জেলার ফুটবলের মান উন্নয়নের জন্য ও জেলা থেকে জুনিয়র ফুটবলারদের তুলে আনার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।আমাদের জেলার ফুটবলের উন্নতির জন্য এই অ্যাকাডেমি শুরু করার জন্য আমাদের ক্রীড়াপ্রেমী প্রিয় বিধায়িকা জুন মালিয়া মহাশয়া কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।আশা করি আগামীদিনে এই অ্যাকাডেমি থেকে একাধিক ফুটবলার উঠে এসে রাজ্য ও জাতীয় স্তরে প্রতিনিধিত্ব করবে”।অন্যদিকে বিগত কদিন থেকে চলা এই ফুটবল ট্রায়ালে আসা প্রায় ৪০০ ক্ষুদে ফুটবলারদের অভিভাবকরাও এই উদ্যোগে যথেষ্ট আনন্দিত।তারা সকলেই ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বিধায়িকা জুন মালিয়া,সন্দীপ সিংহ সহ অন্যান্য উদ্যোক্তাদের।

আরও পড়ুন:Baisakhi Banerjee: ডটার্স ডের পরের দিন মহুল ও শোভনকে নিয়ে লম্বা পোস্ট করলেন বৈশাখী বন্দোপাধ্যায়

By Sk Rahul

Senior Editor of Newz24hours