জি বাংলার অন্যতম বিখ্যাত ধারাবাহিক ছিল “মিঠাই”, যায় নায়িকা ছিলেন সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)। বহুদিন ধরে বেঙ্গল টপারের তকমা বহন করেছে এই ধারাবাহিক। বেশ কিছুদিন হলো শেষ হয়েছে এই ধারাবাহিক। কিন্তু এখনও পর্যন্ত তার জনপ্রিয়তা একটুও কমেনি। ছোট পর্দার কাজ শেষ হতে না হতেই সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu) ওরফে মিঠাই পেয়েছে বড় পর্দায় কাজ করার সুযোগ। অভিজিৎ সেন পরিচালিত নতুন ছবি ‘প্রধান’-এ নায়ক দেবের স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন সৌমিতৃষা। শুটিংয়ের ফাঁকে পুজোর প্ল্যানিং শেয়ার করলেন দেবের নায়িকা। ছোটবেলায় কেমন পুজো কাটত তার?
আনন্দবাজার অনলাইনের তরফে জিজ্ঞেস করা হলে সৌমিতৃষা বলেন, ‘‘আমি বরাবরই বাবা-মায়ের কড়া শাসনের মধ্যে ছিলাম। পুজোয় ছোটবেলায় বাবা-মায়ের হাত ধরে পুজো ঠাকুর দেখতে যেতাম। আবার তাঁদের সঙ্গেই ফিরে আসতাম বাধ্য মেয়ের মতো। মেয়েদের স্কুলে পড়েছি, তাই ছেলেবন্ধু হওয়ার খুব বেশি সুযোগ হয়নি। টিউশনেও বাবা-মা ছাড়তে যেতেন ফলে সেখানেও প্রেম করার কখনও সুযোগ হয়নি।’’ তবে কি পুজো প্যান্ডেলে চোখে চোখে কথা বলা, একে অপরকে দেখে মুচকি হাসা কোনও দিন কিছুই হয়নি? হাসিমুখে সৌমিতৃষা বলেন, ‘‘না, সে তো হামেশাই হত। বাবা-মায়ের সঙ্গে পাড়ার মণ্ডপে গিয়েছি, আর একটি ছেলে অঞ্জলির ফুলটা আমার দিকে ছুড়ে মারল, চোখাচোখি হল, মুহূর্তটা বেশ উপভোগ করলাম— তবে ওইটুকুই। তার পর আবার লক্ষ্মী মেয়ের মতো বাবা-মায়ের সঙ্গে বাড়ি ফিরে আসতাম। পুজোর প্রেম ওইটুকুতেই সীমাবদ্ধ।’’
পুজোর আর মাত্র এক মাস বাকি। এই পুজোতে কি প্রেমিকের সন্ধানে মনোযোগ দেবেন অভিনেত্রী? মিঠাইয়ের জবাব, ‘‘পুজোর চার দিনের প্রেমে আমি বিশ্বাস করি না। এখনই প্রেম কিংবা বিয়ে নিয়ে কিছু ভাবছি না। আপাতত আরও কিছু ভাল কাজ করতে চাই। তবে প্রেম যদি করতেই হয়, নায়কের সঙ্গে না, কোনও চিকিৎসকের সঙ্গে করব।’’
আরও পড়ুন: Soumitrisha Kundu: দেবের বিপরীতে অভিনয় কেমন তা শেয়ার করলেন সৌমিতৃষা
Image source-Google