সুনিধি চৌহান ও শ্রেয়া ঘোষাল নাকি একে অপরের শত্রু। প্রায় একই সময় তারা কেরিয়ার শুরু করেন কিন্তু তাদের গায়কী ভঙ্গি সম্পূর্ণ আলাদা। তাও এরকমই ভাবা হয় এই দুই বিশাল জনপ্রিয় গায়িকাকে নিয়ে। সম্প্রতি এই নিয়েই মুখ খুললেন সুনিধি।
এক সাক্ষাৎকারে সুনিধি চৌহান (Sunidhi Chauhan) বলেন, ‘শুধু শ্রেয়া নয়, আরও অনেক গায়ক আছেন। যেমন শিল্পা রাও, শালমলী খোলগড়ে, নীতি মোহন… আমাদের একসঙ্গে দেখলে আপনাদেরকেও আমাদের দিকে শুধু তাকাতে হবে।আমরা একে অপরের সঙ্গে দেখা করতে ভালোবাসি। গল্প করি, ভীষণ মজা করি। আমরা এখানে শুধু মিউজিক এবং ভালোবাসার জন্যই এসেছি।’
সুনিধি বলেছেন মানুষের মধ্যে এক স্বভাব আছে এক ইন্ডাস্ট্রিতে থাকা মানেই তাদের একে অপরের শত্রু ভাবা। লতা মঙ্গেশকরকে তাঁর নিজের ছোট বোন আশা ভোসলের প্রতিদ্বন্দ্বী হিসাবে তুলে ধরা হয়েছিল। ৮০-এর দশকে, কবিতা কৃষ্ণমূর্তি ও অলকা ইয়াগনিকের মধ্যেও ও ঝগড়ার গল্প শোনা যেত।
সুনিধির (Sunidhi Chauhan) কথায়, ‘যতদূর আমার মনে হয়, লোকজন এই ধরনের ঝগড়ার গল্প ফাঁদেন, কারণ এতেই তাঁরা আনন্দ পান, তাই অসুবিধা নেই। লোক দুজন মানুষের তুলনা করতে ভালোবাসেন। যাঁরা এই গল্প করেন, তাঁদের এটা করতে দিন, তাঁরা তাঁদের কাজ করছেন, আর আমরা আমাদের।’
আরও পড়ুন: Ganesh Chaturthi 2023:৩০০ বছর পর গণেশ চতুর্থীতে বিরল যোগ!সৌভাগ্য ফিরবে ৩ রাশির
Image source-Google