আর ভারত-পাকিস্তান ফাইনাল নয়। এশিয়া কাপের (Asis Cup) ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল ভারত। শোয়েব আখতার (Shoaib Akhtar) তাতে খুব দুঃখিত। বিশ্বের অন্যান্য দেশের মতো তিনিও বিশ্বাস করেছিলেন ভারত ও পাকিস্তান ফাইনালে মুখোমুখি হবে। কিন্তু তা না হওয়ায় সোশ্যাল মিডিয়ায় আক্ষেপ জানালেন।

শোয়েব আখতার (Shoaib Akhtar) বলেন, “খুবই হতাশাজনক হার। পাকিস্তানের ফাইনালে খেলার যোগ্য ছিল। পুরো বিশ্ব চেয়েছিল পাকিস্তান ফাইনালে উঠুক। কিন্তু পাকিস্তান টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। তাই, আমরা তাদের তীব্র সমালোচনা করতেই পারি। ভারত-পাক ফাইনালের আর কোনো সম্ভাবনাই নেই। শ্রীলঙ্কা একটি যোগ্য দল হিসেবে ফাইনালে উঠেছে।”

কুশল মেন্ডিস একটি অনবদ্য ৯১ রান করেন শ্রীলঙ্কাকে ফাইনালে উঠতে সাহায্য করতে। কুশল মেন্ডিস ও সমরবিক্রমের জুটি জয়ের ভিত তৈরি করে। সুপার ফোরে ভারত শ্রীলঙ্কার কাছে হেরে গেলেও, দ্বীপরাষ্ট্রটি ফাইনালে একটি গুরুতর চ্যালেঞ্জ তৈরি করবে তা বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন:Aparajita Aadhya: সিরিয়াল করার ক্ষেত্রে তিনি নাকি প্রচুর পরিমাণে অর্থ নেওয়ার প্রসঙ্গে কি বললেন অপরাজিতা?

By Sk Rahul

Senior Editor of Newz24hours