বিশ্বকাপ (ICC World Cup) দলে ডাক পেয়েছেন আফগানিস্তানের পেসার নবীন-উল-হক (Naveen Ul Haq)। খবরটি শুনে উচ্ছ্বসিত ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। তারকা পেসার এবং বিরাট কোহলির (Virat Kohli) মধ্যে মাঠের লড়াইয়ে কেউ অপরিচিত নয়। বিশ্বকাপের মঞ্চে তাদের লড়াই উপভোগ করার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। নবীনকে বিশ্বকাপ স্কোয়াডে দেখে নেট দুনিয়ায় অনেক হাস্যকর মিম ছড়িয়ে পড়েছে। তাদের বেশিরভাগেরই দাবি, বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে বিরাট-নবীন দ্বৈরথের পার্ট টু।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম লখনউ সুপারজায়েন্টস ম্যাচটি আইপিএল ২০২৩-এর ভার্চুয়াল যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। খেলা চলাকালীন অনেকবার দুই দলের খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষ হয়। যদিও ম্যাচের শেষ দিকে বিরাট ও নবীনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরপর থেকেই দলের বাকিদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। লখনউয়ের তৎকালীন মেন্টর গৌতম গম্ভীরও বিরাটের দিকে তেড়ে যান।
মাঠের লড়াই শেষ পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু দুই তারকা একে অপরের নাম না করেই সোশ্যাল মিডিয়ায় একে অপরকে কটূক্তি করেছেন। তবে মাঠে দুই তারকার দ্বৈরথ দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।
বুধবার আফগানিস্তান স্কোয়াড ঘোষণা করার পর বিরাট-নবীনের দ্বৈরথের বিষয়টি কার্যত নিশ্চিত হয়ে গেছে। ১১ অক্টোবর কোহলির ঘরের মাঠে মুখোমুখি হবে ভারত ও আফগানিস্তান। ঘটনাটি প্রকাশ্যে আসার পর, ক্রিকেটপ্রেমীদের মিম ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। সকলের মতে, এই দুই তারকা ফের মাঠের মধ্যে আগ্রাসী লড়াইয়ে জড়িয়ে পড়বেন।
আরও পড়ুন:Weather Update: বিরামহীন বৃষ্টিতে ভিজবে কলকাতা!