আপনিও কি ফ্লাইটে যাতায়াত করেন বা ফ্লাইটে কোথাও ঘুরতে গিয়েছেন?তাহলে নিশ্চয়ই জানবেন, ফ্লাইটে ফোন ব্যবহার করা যায় না। তবে কেনো ফ্লাইটে মোবাইল অফ করে রাখতে হয়?এর পিছনে আসল কারণ কি?জানেন?

এমন একটা সময় ছিলো যখন প্লেনে উঠলেই মোবাইল ফোনটাকে বন্ধ করে রাখতে হতো। আর এই ফোন খোলা বা বন্ধ করা নিয়ে প্লেনের কর্মীদের সঙ্গে তর্কে জড়িয়েছেন অনেক খ্যাতনামা ব্যক্তিই। যাদের এই তর্কের জেরে প্লেন থেকে নামিয়ে পর্যন্ত দেওয়া হয়েছে। তবে বর্তমানে ফোন বন্ধ রাখার পরিবর্তে ফোন ‘ফ্লাইট মোড’ বা ‘এরোপ্লেন মোড’ রাখা হয়। তবে ফ্লাইটে ফোন এরোপ্লেন মোডে না রাখলে সত্যি কি হয়, এটা জানার আগ্রহ হয়তো অনেকেরই আছে।আপনার মনেও নিশ্চয় এমন প্রশ্ন এসেছে?

আসলে এর অন্যতম কারণ হলো সিগন্যালের সমস্যা এড়ানো। ফোনের সিগন্যাল চালু রাখলে পাইলটের রেডিও সিগন্যাল আদান-প্রদানে বিঘ্ন ঘটতে পারে। কেননা, বিমানের পাইলট যোগাযোগের জন্য রেডিও সিগন্যালের ওপর নির্ভরশীল।তাই যোগাযোগ যাতে বিচ্ছিন্ন না হয় তার জন্য ফ্লাইটে মোবাইল অফ নয় তো ফোন ‘ফ্লাইট মোড’ বা ‘এরোপ্লেন মোড’ চালু রাখার পরামর্শ দেওয়া হয়।

 

 

আরো দেখুন:Bankura:অঙ্গনওয়াড়ি কর্মীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য বাঁকুড়ায়