ক্যালেন্ডারে লাল দাগ নেই, তবু কচি বয়সেই আমাদের মনে দিনটা দাগ কেটে গেছে ৫ সেপ্টেম্বর- শিক্ষক দিবস।
ভারতে ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করা হলেও,কিন্তু বিশ্ব আন্তর্জাতিক শিক্ষক দিবস ৫ অক্টোবর।
এখন একটাই প্রশ্ন, ভারতে কেনো ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করা হয়?
এর জন্য আপনাদের চলে যেতে হবে ১৮৮৮ সালে। একজন প্রখ্যাত পণ্ডিত, দার্শনিক, এবং ভারতরত্ন প্রাপক ছিলেন ডঃ রাধাকৃষ্ণান।৫ সেপ্টেম্বর, ১৮৮৮ সালে জন্মগ্রহণ করেন তিনি। রাধাকৃষ্ণান চেন্নাইয়ের প্রেসিডেন্সি কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। তিনি অন্ধ্র প্রদেশ বিশ্ববিদ্যালয়, দিল্লি বিশ্ববিদ্যালয় এবং বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ১৯৫২ সালে তিনি ভারতের প্রথম সহ-রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হন এবং ১০ বছর পর,১৯৬২ সালে ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি হন রাধাকৃষ্ণান।
তখন তাঁর কিছু ছাত্র এবং লোক তাঁর জন্মদিন উদযাপনের অনুমতি চেয়েছিলেন। এ বিষয়ে সাবেক রাষ্ট্রপতি বলেন, আমার জন্মদিন আলাদাভাবে পালনের চেয়ে ৫ সেপ্টেম্বরকে শিক্ষক দিবস হিসেবে পালন করলে আমি বেশি খুশি হব।আর সেই থেকেই শুরু হয় প্রতি বছর 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস পালনের দিনক্ষণ।যা আজও একেবারে স্থায়ী রয়ে গিয়েছে।