দুর্গাপুজো শুরু হতে আর মাত্র কয়েকটি দিন বাকি। আর সে কারণেই সেপ্টেম্বর মাস থেকে শুরু হতে চলেছে উৎসবের মরশুম। এই মাসে গণেশ চতুর্থী, জন্মষ্টমী-সহ একাধিক উৎসব রয়েছে বিভিন্ন রাজ্যে। ফলে পরের মাসে মোট ১৬ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। পাশাপাশি আগামী মাস থেকেই বাঙালিদের শুরু হয়ে যাবে কেনাকাটা। তাই ব্যাঙ্কে গিয়ে যাতে আপনাকে সমস্যায় না পড়তে হয়, তাই আপনার জন্য রইল সেপ্টেম্বর মাসের ব্যাঙ্কের বন্ধের তালিকা….
• ৩রা সেপ্টেম্বর: রবিবার হওয়ায় দেশের সব ব্যাঙ্ক বন্ধ থাকবে।
• ৬ই সেপ্টেম্বর: জন্মাষ্টমী উপলক্ষে ভুবনেশ্বর, চেন্নাই, হায়দ্রাবাদ, পাটনায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।
• ৭ই সেপ্টেম্বর: জন্মাষ্টমী উপলক্ষে আহমেদাবাদ, চণ্ডীগড়, দেরাদুন, গ্যাংটক, তেলেঙ্গানা, জয়পুর, জম্মু, কানপুর, লখনৌ, রায়পুর, সিমলা, রাঁচি, শিলং এবং শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
• ৯ই সেপ্টেম্বর: মাসের দ্বিতীয় শনিবার হওয়ায় দেশের সব ব্যাঙ্ক বন্ধ থাকবে।
• ১০ই সেপ্টেম্বর: রবিবার হওয়ায় দেশের সব ব্যাঙ্ক বন্ধ থাকবে।
• ১৭ই সেপ্টেম্বর: রবিবার হওয়ায় দেশের সব ব্যাঙ্ক বন্ধ থাকবে।
• ১৮ই সেপ্টেম্বর : বিনায়ক চতুর্থী উপলক্ষে বেঙ্গালুরু ও তেলেঙ্গানায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।
• ১৯শে সেপ্টেম্বর: গণেশ চতুর্থীর উপলক্ষ্যে আহমেদাবাদ, বেলাপুর, ভুবনেশ্বর, মুম্বই, নাগপুর, পানাজিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
• ২০শে সেপ্টেম্বর: গণেশ চতুর্থী এবং নুয়াখাইয়ের কারণে কোচি এবং ভুবনেশ্বরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
• ২২শে সেপ্টেম্বর: শ্রী নারায়ণ গুরু সমাধি দিবস উপলক্ষে কোচি, পানাজি এবং ত্রিবান্দ্রমে ব্যাঙ্ক বন্ধ থাকবে৷
• ২৩শে সেপ্টেম্বর: চতুর্থ শনিবার হওয়ায় সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
• ২৪শে সেপ্টেম্বর: রবিবার হওয়ায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।
• ২৫শে সেপ্টেম্বর: শ্রীমন্ত শঙ্করদেবের জন্মবার্ষিকী উপলক্ষে গুয়াহাটিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
• ২৭শে সেপ্টেম্বর: মিলাদ-ই-শরিফ উপলক্ষে জম্মু, কোচি, শ্রীনগর এবং ত্রিবান্দ্রমে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
• ২৮শে সেপ্টেম্বর: ঈদ-ই-মিলাদ উপলক্ষ্যে আহমেদাবাদ, আইজল, বেলাপুর, বেঙ্গালুরু, ভোপাল, চেন্নাই, দেরাদুন, তেলেঙ্গানা, ইম্ফল, কানপুর, লখনৌ, মুম্বই, কলকাতা, নাগপুর, নয়া দিল্লি, রায়পুর, রাঁচিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
• ২৯শে সেপ্টেম্বর: ঈদ-ই-মিলাদ-উন-নবীর উপলক্ষ্যে গ্যাংটক, জম্মু ও শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
তবে, বর্তমানে ডিজিটাল ব্যাঙ্কিংয়ের কারণে ঘরে বসেই করা যায় টাকা পাঠানোর কাজ। কিন্তু কিছু ক্ষেত্রে ব্যাঙ্কে যেতেই হয়। তাই আগামী মাসে ব্যাঙ্কে যাওয়ার আগে অবশ্যই দেখে নিন ছুটির তালিকা। নাহলে ব্যাঙ্কে গিয়েও খালি হাতে ফিরে আসতে হবে আপনাকে।
আরো দেখুন: