আজ “রাখি পূর্ণিমা”র (Raksha Bandhan) শুভ প্রাক্কালে একত্রিত ভাবে রাখি বন্ধন কর্মসূচী পালন করলো ১১ নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেস ও তৃণমূল মহিলা কংগ্রেস এর কর্মীবৃন্দ।
ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর লিপি বিষই,ওয়ার্ড সভাপতি অরুণ চৌধুরী ও যুব সভাপতি সেক আজহার উদ্দিন এর নেতৃত্বে ওয়ার্ডের তৃণমূল কর্মীরা শহরের রাসময়রা চক,কোতয়ালী বাজার সহ বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে পথচলতি সাধারণ মানুষদের একদিকে যেমন রাখি পরিয়ে মিষ্টিমুখ করান,সেই রকম কোতয়ালী বাজার এ সমস্ত সব্জি বিক্রেতা,ব্যবসায়ী সহ মেদিনীপুর পৌরসভার সম্মানীয় পৌরপ্রধান,কাউন্সিলর, কোতয়ালী থানার বড়বাবু,টাউন বাবু সহ বিভিন্ন আধিকারিক ও থানার বিভিন্ন পুলিশ কর্মীদের এবং সর্বোপরি উপস্থিত সমাজের সম্মানীয় আমাদের প্রিয় বৃহন্নলাদেরও এই কর্মসূচির মাধ্যমে সম্মান জানিয়ে এবং হাতে রাখি পরিয়ে ও মিষ্টি মুখ করিয়ে ভাতৃত্ব এবং সম্প্রীতির বার্তা সকলের কাছে পৌঁছে দেন।
আজকের এই কর্মসূচির বিষয়ে ওয়ার্ড কাউন্সিলর লিপি বিষই ও ওয়ার্ড সভাপতি অরুণ চৌধুরী জানান যে, “আজ এই শুভ দিনে মানুষের মধ্যে ভাতৃত্ব,সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।”
অন্যদিকে ওয়ার্ডের যুব সভাপতি সেক আজহার উদ্দিন বলেন যে, “বর্তমান যুব সমাজ এর মধ্যে পারস্পরিক হিংসা পরিত্যাগ এর মাধ্যমে এক সুষ্ঠু ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে এবং সকলের মধ্যে প্রীতি ও সৌজন্যতার বার্তা ছড়িয়ে দিতেই আজকের আমাদের এই কর্মসূচি”।
সব মিলিয়ে ১১ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির এই কর্মসূচিতে যথেষ্ট খুশি সাধারণ মানুষ থেকে শুরু করে থানা ও পৌরসভার বিভিন্ন আধিকারিকবৃন্দ।
আরও পড়ুন:Weather Update: দগদগে গরম থেকে মুক্তি, ফের ভিজবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা