পাঁশকুড়ায় মহাসমারোহে পালিত হল ক্রীড়া দিবস!উৎসাহে মাতলেন পড়ুয়া থেকে ক্রীড়া প্রেমী সকলেই!

আজ জাতীয় ক্রীড়া দিবস! ২০১২ সাল থেকে প্রতি বছর বিভিন্ন জায়গায় বিখ্যাত হকি খেলোয়াড় মেজর ধ্যান চাঁদকে সম্মান জানাতে পালন করা হয় এই দিনটি। আর পাঁচটি এলাকার মত সাড়ম্বরে এই দিনটি পালন করতে দেখা গেল পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া বনমালী কলেজের পড়ুয়াদের।

এদিন সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে প্রভাত ফেরির পর শ্রদ্ধাঞ্জলি ও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয় এই দিনটি। তবে, এ বছর জাতীয় ক্রীড়া দিবসের মাহাত্ম্য স্বাভাবিকভাবেই একটু বেশি। কারণ, এ বছর টোকি অলিম্পিক্সের ইতিহাসে ভারত তাদের সেরা পারফরম্যান্স করেছে ৭টি পদক জয়ের মধ্য দিয়ে। শুধু তাই নয়, ৪১ বছর বাদে গেমসে হকি থেকে ভারত প্রথম পদক জিতেছে। ভারতীয় হকিকে বিশ্ব পর্যায়ে এক অন্য উচ্চতায় পৌঁছে দিয়ে ছিলেন ‘হকির জাদুকর’ ধ্যান চাঁদ। আর আজ তাঁরই ১১৬ তম জন্মদিনে তাঁকে শ্রদ্ধার সাথে স্মরণ করলেন দেশবাসীর পাশাপাশি বাংলার ক্রীড়া প্রেমীরা।

 

 

আরো দেখুন:Purba Medinipur:সবজির দোকানে ঢুকে পড়লো লরি,মর্মান্তিক মৃত্যু ২ জনের