বেশ অনেকদিন ধরেই বলিউড কোনো হিট সিনেমা দিতে পারছিলনা বলে অনেক সমালোচনা হয়েছে। এবার সেই সমালোচনা নিয়েই কথা বললেন করণ জোহর (Karan Johar) তিনি বলেন, ‘যে যাই বলুন না কেন আমার কখনওই মনে হয়নি যে বলিউড যা করছে তাতে কোনও সমস্যা রয়েছে। আমাদের অতীতে বছরগুলি খারাপ ছিল। আমরা প্রায় ২-১ বছর টানা খারাপ সময় কাটিয়েছি। এর মানে এই নয়, ‘বয়কট বলিউড’, ‘বলিউডের লোকজন শেষ হয়ে গিয়েছেন’, ‘দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি সবটা দখল করছে’, ‘দক্ষিণ মহান, ওরা যা করছে সবই বিস্ময়কর’।

প্রসঙ্গত ‘বাহুবলী: দ্য কনক্লুশন’ ছবিটি দক্ষিণ ছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে যে ভালো ব্যবসা করেছেন তার অন্যতম ক্রেডিট করণের নিজেরই। কারণ বাহুবলী-২ এর ডিস্ট্রিবিউশনের দায়িত্বে তিনিই ছিলেন।

করণ বলেন, ‘আমিই প্রথম হৃদয়ের সমস্ত শ্রদ্ধা নিয়ে রাজামৌলি স্যারের কাছে গিয়েছিলাম এবং বাহুবলীকে উপস্থাপন করতে চেয়েছিলাম। আমি দক্ষিণের কাজে মুগ্ধ। তামিল, তেলেগু, কন্নড় এবং মালয়লম,এই চার ভাষার দর্শকরা বিভিন্ন ধরণের সিনেমা তৈরি করে দর্শকদের প্রত্যাশা পূরণ করেছে এবং এটি অত্যন্ত দৃঢ় বিশ্বাসের সঙ্গেই করেছে। তাই দক্ষিণের প্রতি আমার অনেক শ্রদ্ধা আছে। তবে পাশাপাশি আমাদের (হিন্দি) সিনেমার গল্পকারদের প্রতিও আমার একইভাবে শ্রদ্ধা রয়েছে।’

গদর 2-এর সাফল্য এবং সিঙ্গল স্ক্রিনগুলোতে দর্শকদের ফিরে আসার প্রসঙ্গে তিনি বলেছেন, ‘গদর সবার মন কেড়েছে কারণ এটি একটি ছবি যা ২০০১ সালেও ব্যাপকভাবে সফল হয়েছিল। আর এখন ২০২৩ সালেও এটি সমস্ত রেকর্ড ভঙ্গে দিয়েছে। আমি সিঙ্গল স্ক্রিনের প্রত্যাবর্তনের জন্য খুব খুশি।’

আরো পড়ুন: Solanki Roy: সমুদ্র সৈকতে প্রিয় সঙ্গীর সাথে শোলাঙ্কি, রইল পরিচয়

Image source-Google

By Torsha