র‍্যাগিং বন্ধ-সহ দোষীদের কঠোর শাস্তির দাবি!যাদবপুর ইস্যুতে রাজপথে পুরুলিয়ার (Purulia) সিধো কানহো বীরসা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সাথে পায়ে পায়ে মেলালেন অধ্যাপক সহ অভিভাবকেরা!

বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যুতে উত্তেজনা ছড়িয়েছে গোটা বাংলায়।দোষীদের উপযুক্ত বিচারের দাবি জানিয়ে,র‍্যাগিং মুক্ত শিক্ষাঙ্গন গড়ার কথা জানিয়েছেন সমাজের সর্বস্তরের মানুষরা।

এবার এই র‍্যাগিং মুক্ত শিক্ষাঙ্গন গড়ার দাবি তুলে বুধবার রাজপথে নামলেন পুরুলিয়ার সিধো কানহো বীরসা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক,পড়ুয়াদের সাথে অভিভাবকেরা!

এদিন বিশ্ববিদ্যালয়ের মূল গেট থেকে এক মৌন মিছিল শুরু করেন তারা।এরপর বিশ্ববিদ্যালয় থেকে ৬ কিমি পদযাত্রা করে শহরের ট্যাক্সিস্ট্যান্ড পর্যন্ত এই মিছিল হয়।সেখানে মৃত ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুকে শ্রদ্ধা জানিয়ে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান তারা।

 

 

আরো দেখুন:Chandrayaan 3:ইতিহাস গড়ল ভারত!বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের মাটিতে পা রাখল চন্দ্রযান-৩