সম্প্রতি ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’ ছবিতে অজিতের চরিত্রে অভিনয় করেছেন অম্বরীশ ভট্টাচার্য (Ambarish Bhattacharya)। অজিতের চরিত্রে অভিনয় করে প্রথমে কটাক্ষ শুনলেও তিনি জানিয়েছেন তিনি নিজেকে নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী। কিন্তু বাস্তবে সত্যি কি তা মিললো?

আনন্দাবাজার অনলাইনকে উচ্ছ্বসিত অম্বরীশ বললেন, ‘‘আমি এখনও পর্যন্ত খুব ভাল প্রতিক্রিয়া পেয়েছি। আসলে শুরু থেকেই দর্শক এত ব্যোমকেশ আর অজিত দেখে ক্লান্ত। তাই মনে হয়েছিল, এই অন্য অজিতকে তাঁদের পছন্দ হবেই। সেটাই হয়েছে।’’

তবে অম্বরীশ জানিয়েছেন এই চরিত্রটিকে তিনি নিজের ছাঁচে গড়ে তুলেছিলেন। তিনি বলছিলেন, ‘‘আমি গান গাইতে পারি। তাই ছবিতে অজিত গান গেয়েছে। ভুল হিন্দি বলেছে। মজা করেছে। আবার প্রয়োজনে জি়জ্ঞাসাবাদও করেছে।’’ তাঁর অজিতের মধ্যে অনেকে আবার জটায়ু চরিত্রটির ছায়া লক্ষ করেছেন। এই প্রসঙ্গে অম্বরীশের (Ambarish Bhattacharya) বক্তব্য, ‘‘আমি সেটা সচেতন ভাবেই রাখার চেষ্টা করেছিলাম। জটায়ুর প্রতি এটা আমার শ্রদ্ধার্ঘ্য বলা যায়।’’ একই সঙ্গে অভিনেতা এও বললেন, যাঁরা খুব বেশি শরদিন্দু পড়েছেন তাঁদের কারও বিষয়টা একটু অপছন্দ হয়েছে। অম্বরীশের কথায়, ‘‘ কেন ব্যোমকেশ কোট পড়েছে। কেন অজিত সত্যবতীকে বৌঠান না বলে সত্য বলেছে, এ রকম প্রশ্ন উঠেছে আমি জানি।’’

তবে অজিত করার পর অম্বরীশ টলিপাড়ার থেকে সাধারণ দর্শকদের সমালোচনাকে বেশি গুরুত্ব দিচ্ছেন। তিনি বললেন, ‘‘সমাজমাধ্যমে দর্শকের প্রশংসা দেখে আমি অত্যন্ত খুশি। সাধারণ দর্শক, পকেটের পয়সা খরচ করে যাঁরা ছবিটা দেখেন তাঁরাই মনে হয় শেষ কথা। তাই তাঁদের ট্রোলকেও যতটা গুরুত্ব দিই, তাঁদের প্রশংসাও আমার কাছে যে কোনও তারকার মন্তব্যের তুলনায় দামি।’’

আরো পড়ুন: Weather Update: ফের রূপ বদলাচ্ছে আবহাওয়া, হলুদ সতকর্তা জারি দক্ষিণের জেলাগুলিতে

Image source-Google

By Torsha