“বল্লভপুরের রূপকথা”তেই তার অভিনয় নজর কেড়েছিল সকলের। এবার বীরসা দাশগুপ্তের ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’-এ মনিলালের চরিত্রে অভিনয় করছেন তিনি। তিনি আর কেউ নন, সত্যম ভট্টাচার্য। তার বর্ণিল টলিউড যাত্রা নিয়ে কি বললেন সত্যম?
সত্যমের (Satyam Bhattacharya) কথায়, “প্রথম বার নেতিবাচক চরিত্র করলাম।নিজেকে নিয়ে একটু সন্দিহান ছিলাম। কিন্তু দর্শক আমাকে বল্লভপুরের জন্য যতটা ভালবেসেছে, ব্যোমকেশের জন্যও ততটাই প্রশংসা করেছে। অভিনেতা হিসাবে আমি হয়ত ১০ শতাংশ সফল। এখনও অনেকটা পথ চলা বাকি।”
আজ রবিবার, ২০ অগাস্ট অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে মঞ্চস্থ হবে সত্যমের দলের নাটক ‘তবে তাই’। জীবনে বহুবার মঞ্চে উঠলেও আজকে তার মঞ্চে ওঠা বিশেষভাবে তাৎপর্যপূর্ন। সত্যম (Satyam Bhattacharya) জানান, এই প্রথম অ্যাকাডেমির মঞ্চে অভিনয় করবেন তিনি।
অভিনেতা বললেন, “ছোটবেলায় মা-বাবার সঙ্গে অ্যাকাডেমি-তে অনেক নাটক দেখেছি। এমনও নাটক দেখেছি, যেগুলি এখন আর মঞ্চস্থ হয় না। বলা যেতে পারে, অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের ওই হল থেকেই অভিনয়ের প্রতি আমার ভালবাসার জন্ম। তাই সেখানে অভিনয় করা নিয়ে যেমন ভাল লাগা আছে, তেমন কিছুটা ভয়ও আছে।”
আরো পড়ুন: Deutsche Bank Report:তলানিতে বাংলার কোষাগারের হাল!বাজেট বিশ্লেষণ করে কি জানালেন ডয়েশ ব্যাঙ্ক?
Image source-Google