যাদবপুরের পর পাঁশকুড়ায় ছাত্রের পা ভেঙে দেওয়ার হুমকি কলেজের দাদাদের!অভিযোগ দায়ের ছাত্রের বাবার!

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রের রহস্য মৃত্যুর ঘটনায় প্রতিবাদের ঝড় উঠেছে গোটা রাজ্যে। আর এবার সেই ঘটনার পুনরাবৃত্তি হতে দেখা গেল পূর্ব মেদিনীপুর জেলার মাইসোরার পাটনা সিদ্ধিনাথ কলেজে। জানা গিয়েছে, ২৮শে অগাস্ট কলেজের এক ছাত্রকে হুমকি দিয়ে ফোন করে তৃণমূল ছাত্র পরিষদের সভায় যেতে বলে তৃণমূল ছাত্র পরিষদেরই দুই নেতা। কিন্তু ওই ছাত্র সভায় যেতে না চাওয়ায় পা ভেঙে দেওয়ার হুমকি দেয় টিএমসিপির নেতারা। এরপরই তড়িঘড়ি বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষা ও অ্যান্টি রাগিং সেলে অভিযোগ জমা দায়ের করেন সিদ্ধিনাথ কলেজের ইংরেজি অনার্সের দ্বিতীয় বর্ষের ছাত্র প্রদীপ কুমার ঘনা-র বাবা। তিনি জানান, আতঙ্কে তার ছেলে কলেজে যেতে পারছে না।

 

যদিও ওই কলেজের ছাত্র সংসদের দায়িত্বে থাকা তৃণমূল ছাত্র পরিষদ নেতৃত্ব সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, সমাবেশে যোগ দেওয়ার জন্য কাউকে চাপ দেওয়া হয়নি। এই অভিযোগ মিথ্যা। তাকে পা ভেঙে দেওয়ার কথা বলা হলেও, সেটা বন্ধুত্বের ছলে বলা হয়েছে। এমনকি, ৱ্যাগিং- এর অভিযোগও মানতে নারাজ তারা। কিন্তু বন্ধুত্বের ছলেই-বা কেন এই ধরনের কথা বলা হবে? তাছাড়া, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া ওই ঘটনার পর এহেন আচরণ কোনোভাবেই হালকাভাবে নিতে নারাজ কলেজ কর্তৃপক্ষ থেকে শুরু করে প্রশাসন সকলেই।