“খেলা দিবস” উপলক্ষ্যে প্রদর্শনী ফুটবল ম্যাচ এর আয়োজন করলো “মেদিনীপুর শহর তৃণমূল যুব কংগ্রেস”।আজ ১৬ই আগস্ট বাংলার মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর ঘোষণা অনুযায়ী খেলা দিবসের প্রাক্কালে শহরের রাঙামাটি ফুটবল ময়দানে সিনিয়র ও জুনিয়র মোট চারটি ফুটবল দলকে নিয়ে দুটি প্রদর্শনী ফুটবল ম্যাচ এর আয়োজন করে শহর তৃণমূল যুব কংগ্রেস।অনূর্ধ্ব ১২ ফুটবলারদের পাশাপাশি আজ প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামে শহরের দুই পরিচিত ফুটবল ক্লাব “ব্ল্যাক মাম্বা ফুটবল ক্লাব” ও তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে সাব ডিভিশন লীগের ফুটবল ক্লাব তথা শহরের অত্যন্ত জনপ্রিয় ফুটবল ক্লাব “মহামেডান স্পোর্টিং ক্লাব,মেদিনীপুর”।ম্যাচটি গোলশূন্য ড্র হয়।

এই প্রদর্শনী ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন করেন পশ্চিম মেদিনীপুর জেলার তৃণমূল যুব কংগ্রেস এর জেলা সভাপতি সন্দীপ সিংহ।উপস্থিত ছিলেন মেদিনীপুর শহর তৃণমূল যুব কংগ্রেস এর সভাপতি বিশ্বজিৎ চক্রবর্তী,সহ-সভাপতি আবির আগরওয়াল(সাহেব),২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সত্য পড়্যা,বিশ্বজিৎ মুখার্জি,বুদ্ধ মহাপাত্র,জনি ব্যানার্জি,মসিউর রহমান সহ শহর ও জেলার বিভিন্ন নেতৃত্ববৃন্দ এবং সদ্য নিযুক্ত বিভিন্ন ওয়ার্ডের যুব সভাপতি ও সহ-সভাপতিগণ।

এই টুর্নামেন্ট এর অন্যতম প্রধান উদ্যোক্তা তথা শহর তৃণমূল যুব কংগ্রেস এর সহ-সভাপতি আবির আগরওয়াল (সাহেব) জানান – মাননীয়া মুখ্যমন্ত্রীর নির্দেশকে সামনে রেখে খেলা দিবস উপলক্ষ্যে বাংলার আপামর যুব সমাজের মধ্যে ক্রীড়া চেতনার বিস্তার ঘটাতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

অন্যদিকে আজকের প্রীতি ম্যাচ এ অংশগ্রহণকারী ফুটবল ক্লাব “মহামেডান স্পোর্টিং ক্লাব,মেদিনীপুর” এর সাধারণ সম্পাদক জানান – “খেলা দিবস উপলক্ষ্যে সমাজের যুব সমাজের মধ্যে ক্রীড়া চেতনার বিকাশ ঘটাতে এইরকম প্রীতি ম্যাচের আয়োজনের জন্য শহর তৃণমূল যুব কংগ্রেস এর নেতৃত্বদের ও সর্বোপরি মাননীয়া মুখ্যমন্ত্রী কে কুর্নিশ জানাই”।

আরও পড়ুন:JU Student Death:আমার ছেলে নির্দোষ দাবি অসিতের মায়ের

By Sk Rahul

Senior Editor of Newz24hours