গোটা রাজ্যের পাশাপাশি পুরুলিয়া জেলাতেও পালিত হল ৭৭ তম স্বাধীনতা দিবস। ১৯৪৭ সালের আজকের দিনেই ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়ে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল। তারপর থেকেই আজকের দিনটিতে ভারতের স্বাধীনতা দিবস হিসেবে পালন করে আসছে আপামোর ভারতবাসী। তেমনি আজ পুরুলিয়ার সিধু কানহু বীরসা বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করে করে সাড়ম্বরে উৎযাপন করা হয় ৭৭তম স্বাধীনতা দিবস।

ঠিক সকাল সাড়ে ৯ টা নাগাদ পুরুলিয়া সিন্ধু কানহু বীরসা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড: নচিকেতা বন্দোপাধ্যায়ের হাত ধরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দেশ মাতাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এদিন।

তারপর ছাত্ররা শুরু করেন দেশ ভক্তির গান।এরপর সিন্ধু কানহু বীরসা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পালন করা হয় বৃক্ষ রোপণ কর্মসূচি।

এদিনের অনুষ্ঠানের মাধ্যমে ড: নচিকেতা বন্দোপাধ্যায় বলেন,- ভারতের স্বাধীনতা দিবস উৎযাপন করার জন্য সকলেই যেমন অনুপ্রাণিত হয়,দেশ ভক্তি জাগ্রত হয়।ঠিক তেমনি বর্তমান ভারতবর্ষে আরো কি করে উন্নতি ঘটানো যায় সেই ভাবনাচিন্তায় নিরলস ভূমিকা পালন করতে সর্বদা সিধু কানু বিশ্ববিদ্যালয়কে দেখা যায় বলেও এদিন জানান তিনি।

 

 

 

আরো দেখুন:Independence Day:ডাম্পি মন্ডলের উদ্যোগে,সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ৭৬ তম স্বাধীনতা দিবস উৎযাপন বাবলাতলায়